Neemuch: জলে ভাসছে জেলা, জেসিবি করে প্রসূতিকে পাঠান হল হাসপাতালে

প্রবল বৃষ্টির জেরে মধ্যপ্রদেশের ২৯টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এরই মাঝে রাওয়াতপুরা গ্রামের এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

0
2

প্রবল বৃষ্টির জেরে জল থৈথৈ মধ্যপ্রদেশের (Madhyapradesh) বিভিন্ন জেলা। আবহাওয়া অফিসের (Weather Department) তরফ থেকে আগেই প্রবল বৃষ্টির (Rain) পূর্বাভাস দেওয়া হয়েছিল। বৃষ্টির জেরে জলমগ্ন একের পর এক গ্রাম। সব থেকে শোচনীয় অবস্থা মধ্যপ্রদেশের নীমচ (Neemuch) জেলার। জরুরী প্রয়োজনে গ্রামে অ্যাম্বুল্যান্স (Ambulance) প্রবেশ করার মতো পরিস্থিতিও নেই। বাধ্য হয়েই জেসিবি (JCB) এনে প্রসূতিকে হাসপাতালে পাঠানর ব্যবস্থা করল স্থানীয় প্রশাসন।

গত কয়েক দিনের বৃষ্টিতে নীমচ জেলা কার্যত জলের তলায়। ঘরবাড়ি ভেসে গেছে অনেকেরই। প্রবল বৃষ্টির জেরে মধ্যপ্রদেশের ২৯টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এরই মাঝে রাওয়াতপুরা গ্রামের এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গ্রামেরই এক অন্তঃসত্ত্বা মহিলার হঠাৎ প্রসববেদনা ওঠে। তড়িঘড়ি অ্যাম্বুল্যান্স ডাকা হলেও জমা জলের রাস্তা দিয়ে কোনওভাবেই অ্যাম্বুল্যান্স ওই প্রসূতির বাড়ি পর্যন্ত পৌঁছতে পারছিল না। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলার পরিবারের লোকেরা। এই পরিস্থিতির কথা জানতে পারেন স্থানীয় বিধায়ক এবং পুলিশ। সঙ্গে সঙ্গে প্রশাসনের তৎপরতায় একটি জেসিবির ব্যবস্থা করা হয়। এরপর জলমগ্ন ওই গ্রাম থেকে প্রসূতিকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেয় তারা। প্রশাসনের এই মানবিক ভূমিকায় খুশি এলাকার মানুষ।