Thursday, August 21, 2025

T-20 World Cup: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে ফের টিকিট ছাড়ল আইসিসি

Date:

অক্টোবরে অস্ট্রেলিয়ায় (Australia) বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আসর। সেই টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (India-Pakistan)। সেই ম‍্যাচ ঘিরে যে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকবে তুঙ্গে তা বলাই বাহুল্য। সেই ম‍্যাচের টিকিট আবারও ছাড়তে চলেছে আইসিসি (ICC)। এদিন এমনটাই জানান হল আইসিসির পক্ষ থেকে। গত ফেব্রুয়ারি মাসে অনলাইনে টিকিট ছাড়ার পাঁচ মিনিটের মধ্যেই তা বিক্রি হয়ে যায় সব টিকিট। কিন্তু আরও ক্রিকেট সমর্থকদের খেলা দেখার সুযোগ করে দিতে চায় আইসিসি। সেই কারণে মেলবোর্নের মাঠে দাঁড়িয়ে খেলা দেখার ব্যবস্থা করছে তারা।

এই নিয়ে আইসিসির এক কর্তা বলেন, “আমরা চেষ্টা করছি যত বেশি সম্ভব লোককে ২৩ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ করে দিতে। আইসিসির প্যাকেজে থাকা কিছু টিকিটও বাকি রয়েছে। যে সমর্থকরা আগে টিকিট কাটতে পারেননি, তাঁদের কাছে এবার খেলা দেখার সুযোগ রয়েছে।”

বৃহস্পতিবার আইসিসির তরফ থেকে ৪০০০টি বিশেষ টিকিট ছাড়া হয়েছে, যা স্ট্যান্ডিং রুম টিকিটস নামে পরিচিত। ভারতীয় মুদ্রায় টিকিটের দাম ১৬৬৯ টাকা। এই টিকিট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ প্রক্রিয়ায় দেওয়া হবে।

 

 

 

 

 

 

 

 

কিন্তু এই টিকিটের গুরুত্ব কী? এই টিকিটের সাহায্যে সমর্থকেরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন, ম্যাচও দেখতে পারবেন। কিন্তু স্টেডিয়ামে বসার জায়গা নির্ধারিত থাকবে না। স্টেডিয়ামে ঢুকে খেলা উপভোগ করার পাশাপাশি সব সুযোগ সুবিধা নিতে পারবে সমর্থকেরা। কিন্তু খেলা দেখতে হবে দাঁড়িয়ে।

আরও পড়ুন:Asia Cup: এশিয়া কাপের মূল পর্বে হংকং

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version