প্রবীণ ইতিহাসবিদকে ‘রাস্তার গুন্ডা’মন্তব্য কেরলের রাজ্যপালের, কড়া উত্তর হাবিবের

কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের ‘রাস্তার গুন্ডা’ মন্তব্যে মুখ খুললেন প্রবীণ ইতিহাসবিদ। একরকম গুরুত্বই দিলেন না রাজ্যপালের মন্তব্যকে। বললেন, ‘‘দেশের নাগরিক হিসাবে ওঁর যা ইচ্ছে, তাই বলতে পারেন।এর বিচার মানুষ করবেন।’’আর এই মন্তব্য নিয়েই তোলপাড় কেরলের রাজ্য রাজনীতি।

আরও পড়ুন:‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা দিল্লি হাইকোর্টের, কেন্দ্রকে চিঠি

তিন বছর আগে কান্নুর বিশ্ববিদ্যালয়ের একটি আলোচনাসভায় এই বিতর্কের সূত্রপাত। সে দিনের ঘটনা প্রসঙ্গে হাবিব জানান, ওই আলোচনাসভায় বক্তৃতা করতে গিয়ে আব্দুল কালাম আজাদের নামে একটি ভুল উদ্ধৃতি প্রয়োগ করেছিলেন রাজ্যপাল। আর সেই ভুলটাই ধরিয়ে দিয়েছিলেন ইতিহাসবিদ ইরফান হাবিব। সেদিনের বৈঠকের প্রসঙ্গ বলতে গিয়েই হাবিববকে ‘গুন্ডা’ বলেন মন্তব্য করেছেন আরিফ। তাঁর অভিযোগ, ওই অনুষ্ঠানে হাবিব তাঁর সঙ্গে মারামারি করতে এসেছিলেন। মন্তব্যের উত্তরে জানি, আমায় গুন্ডা বলেছেন। এর বিচার মানুষ করবেন। উনি তো আর আদালত নন। আমি কোনও রাজ্যপালকে নিয়ে কথা বলতেই আগ্রহী নই।’’

প্রসঙ্গত, তিন বছর আগের ঘটনা তুলে এনে কেরলের রাজ্যপাল বলেন,ইরফান হাবিব হল সেই ধরনের গুন্ডা। আমি যখন আমার কথা বলতে গেলাম, ইরফান হাবিব শারীরিক হেনস্থা করে কণ্ঠরোধ করতে চেয়েছিল।অবশ্য হাবিব বলেন, ‘‘বক্তৃতা করতে গিয়ে আব্দুল কালাম আজাদের নামে ভুল উদ্ধৃতি প্রয়োগ করেছিলেন। ওই ধরনের কোনও কথা আজাদ বলেননি। আমি দাঁড়িয়ে ওঁকে বলেছিলাম, মৌলানা আজাদের উক্তি না বলে গডসের (নাথুরাম গডসে) উক্তি ব্যবহার করুন।’’

Previous articleNeemuch: জলে ভাসছে জেলা, জেসিবি করে প্রসূতিকে পাঠান হল হাসপাতালে
Next articleAIFF: ফের এআইএফএফ-এর সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া