Monday, May 19, 2025

মিডিয়া ট্রায়াল বন্ধ হোক: আবেদন মুখ্যমন্ত্রীর, বকেয়া মামলা দ্রুত নিষ্পত্তির আর্জি

Date:

Share post:

নব মহাকরণের ব্লক বি-এর একতলা থেকে ১০তলা কলকাতা হাই কোর্টকে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার, এই হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মিডিয়া ট্রায়ালে নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। বিচারপতিদের উদ্দেশ্যে তিনি আবেদন করেন, মিডিয়া ট্রায়াল (Media Trail) বন্ধ হোক। এটা মামলাকে বিপথে চালিত করে। বিচার ব্যবস্থা তথ্য-প্রমাণের উপর ভিত্তি করেই এগিয়ে চলে। কিন্তু সে সব পেশ হওয়ার আগেই কিছু বলে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রেই তার সঙ্গে বাস্তবের কোনও সঙ্গতি থাকছে না। কিন্তু বাংলার বদনাম হচ্ছে। হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতি (chief Justice) প্রকাশ শ্রীবাস্তাবের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, মিডিয়ার বন্ধুদের বলব আপনারা খবর দেখান। আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তাও বলতে পারেন। কিন্তু মিডিয়া ট্রায়াল বন্ধ করুন। এতে ক্ষতি হয়ে যাচ্ছে। একই সঙ্গে বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তিরও আবেদন জানান মুখ্যমন্ত্রীর। তিন-চার বছর ধরে অনেক মামলা জমে আছে। সেই মামলাগুলি দ্রুত শুনানি করার আর্জি জানান মমতা। চান আরও বেশি সংখ্যায় মহিলা বিচারপতি নিয়োগ হোক।

স্ট্র্যান্ড রোডের নব মহাকরণ ভবনের একাংশ রাজ্য সরকার কলকাতা হাই কোর্টকে হস্তান্তর করল। নগর দায়রা আদালতের একাংশ সেখানে স্থানান্তরিত হয়েছে। আদালতে স্থান সংকুলানের সমস্যার কথা জানিয়ে কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। তার পরিপ্রেক্ষিতেই নব মহাকরণ থেকে কয়েকটি দফতর সরিয়ে তা আদালতের কাজের জন্য দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই হস্তান্তরের জেরে আবাসন, ক্রীড়া, সমবায়, পর্যটন দফতর ও লেবার ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থা একপক্ষ নয়, নিরপেক্ষ হতে হবে। সঠিক বিচার পেতেই মানুষ আদালতের দ্বারস্থ হন।

মুখ্যমন্ত্রী জানান, আগে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল। কেন্দ্র বন্ধ করে দিতে চেয়েছিল। এর বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ক্ষমতায় আসার পরে ফের ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করে। এই মুহূর্তে ১৯টি মানবাধিকার কোর্ট রয়েছে।

spot_img

Related articles

দার্জিলিং টি ব্র্যান্ডিং-এর প্রস্তাব: রুদ্রের দায়িত্ব কমিটি গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর, নানা স্বাদের চা তৈরির পরামর্শ

দার্জিলিং টি নিয়ে নতুন শিল্প ভাবনা। সোমবার, উত্তরের শিল্প সম্মেলনে দার্জিলিং চায়ের ব্র্যান্ডিং-এৎ প্রস্তাব দিলেন লক্ষ্মী টি'র কর্ণধার...

ভারত কোনও ধর্মশালা নয়! শ্রীলঙ্কার তামিল উদ্বাস্তু মামলা খারিজ করে কড়া বার্তা শীর্ষ আদালতের 

বিদেশি শরণার্থী ইস্যুতে শ্রীলঙ্কার এক তামিল নাগরিকের আবেদন খারিজ করে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট । বিচারপতি দীপঙ্কর...

এশিয়া কাপ নিয়ে এখনও কোনও ভাবনা নেই, জানিয়ে দিলেন বিসিসিআই সচিব

এশিয়া কাপ(Asia Cup) খেলা বা না খেলা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তই হয়নি। সাফ জানিয়ে দিলেন বিসিসিআই(BCCI) সচিব...

উত্তরেও কনভেনশন সেন্টার, ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে ভল্ভো বাস: উন্নয়নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের (Convention Centre) মতো শিলিগুড়িতেও হবে ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টার। সোমবার, শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিট-এ...