Saturday, August 23, 2025

কৌশিকী অমাবস্যায় মন্দিরে মন্দিরে ভক্ত সমাগম , তারাপীঠে বিশেষ ব্যবস্থা

Date:

আজ কৌশিকী অমাবস্যা। করোনা অতিমারি আবহে দু’বছর ভক্তদের জন্য মন্দির বন্ধ থাকার পর আজ মহাসমারোহে মন্দিরে মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। কৌশিকী অমাবস্যায় মা তারার বিশেষ পুজো অনুষ্ঠিত হয় । রাতে মন্দির চত্বরেই মহাযজ্ঞ ও নিশিপুজোর আয়োজন করা হয়। তারাপীঠ, কালিঘাট, দক্ষিণেশ্বরের পাশাপাশি ৫১ সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলাতেও বিশেষ হোম-যজ্ঞের আয়োজন করা হয়।

আরও পড়ুন:ধ*র্ষণের পর খুন সোনালি ফোগাট? ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো দিতে দূর-দূরান্ত থেকে ভিড় করেন অগণিত ভক্ত।মহাশ্মশানে সামিল হন সাধু-সন্ত, তন্ত্রসাধকরা।  কোভিডকালে পরপর  দুই বছর  কৌশিকী আমাবস্যায় পূর্ণাথীদের জন্য বন্ধ  ছিল তারাপীঠ। তাই এই বছর লক্ষাধিক পূর্ণাথীর সমাগম ঘটতে চলেছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

কথিত আছে, কৌশিকী অমাবস্যার দিন তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক ব্যামাক্ষ্যাপা। তারাপীঠে শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন সাধক ব্যামাক্ষ্যাপা। দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। এদিন মাকে রাজবেশে সাজিয়ে পূজো করা হয়। তাই অনান্য অমাবস্যার চেয়ে এই দিনটি একটু হলেও আলাদা।

এদিকে ভক্ত সমাগমের কথা মাথায় রেখে কৌশিকী অমাবস্যা দিন তারাপীঠ মন্দির কমিটি থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা। মন্দির চত্বরে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।সিসি টিভি লাগানো হয়েছে। মন্দিরে চত্বর আলো দিয়ে সাজানো হয়েছে।
বড় পর্দার মাধ্যমে ভক্তদের আরতি দেখার ব্যবস্থা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা  এড়াতে, প্রশাসনের পক্ষ থেকে শতাধিক  সিসিটিভি লাগানো হয়েছে । রাস্তার মোড়ে মোড়ে  ব্যারিকেড বসিয়েছে পুলিশ । ওয়াচ টাওয়ার থেকে চলছে পর্যবেক্ষণ।


Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version