বৃষ্টিস্নাত শনিবার সন্ধেয় প্রকাশ হল লেখক-সাংবাদিক কুণাল ঘোষের (Kunal Ghosh)’ উপন্যাসসমগ্র প্রথম খন্ড’। আনুষ্ঠানিকভাবে বই প্রকাশ করলেন সাংসদ ও তৃণমূল (TMC) কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরে এক ঘরোয়া অনুষ্ঠানে ‘ উপন্যাসসমগ্র প্রথম খন্ড’ প্রকাশিত হল। লেখককে শুভেচ্ছা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসু (Bratya Basu)।

প্রাক্তন সাংসদ ও লেখক-সাংবাদিক কুণালের লেখা পাঁচটি উপন্যাসের এই সংকলনের প্রথম সংখ্যাটি প্রকাশে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু, দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডল, আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu) এবং লেখক কুণাল।
প্রথম খন্ডের উপন্যাস সমগ্রে যে পাঁচটি উপন্যাস রয়েছে, সেগুলি হল-
•পূজারিনি
•শাস্তির পর
•হে বান্ধবী
•পথ হারাবো বলেই
•তখনও সবটা বলিনি
এই উপলক্ষ্যে বইয়ের প্রচ্ছদের ছবি দেওয়া কেক কেটে মিষ্টিমুখ করা হয়।

আরও পড়ুন- বিজেপি শাসিত কর্নাটকে শিক্ষায় ব্যাপক দুর্নীতি, প্রধানমন্ত্রীর দরবারে ১৩ হাজার স্কুল
