Friday, November 14, 2025

হুগলিতে গাড়ি পাইয়ে দেওয়ার প্রতারণায় যুক্ত একই পরিবারের ৩ জন!

Date:

রাজ্য সরকারের গতিধারা প্রকল্পে (Gatidhara Scheme) গাড়ি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার (Fraud) অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ (Bhadreswar Police)। ২০১৯ সালে হুগলির চাঁপদানির ব্যবসায়ী (Businessman) মহম্মদ মমতাজ আনসারীকে গতিধারা প্রকল্পে গাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভদ্রেশ্বরের বাসিন্দা মহম্মদ সাকিব।

সেইমতো কলকাতার অফিসে মমতাজকে ডেকে পাঠায় সাকিব। তারপরই বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি দেখিয়ে সাকিব দাবি করে তার সঙ্গে সব নেতা মন্ত্রীদের পরিচয় আছে। তাই তাড়াতাড়ি গতিধারা প্রকল্পের গাড়ি তিনি পাইয়ে দিতে পারবেন। এরপরই মমতাজের থেকে কয়েকটি কিস্তিতে মোট ৩ লক্ষ ৭৩ হাজার একশো টাকা হাতানোর অভিযোগ ওঠে অভিযুক্ত সাকিবের বিরুদ্ধে। তারপর কেটে গেছে প্রায় দু’বছর। কিন্তু এখনও পর্যন্ত গাড়ি হাতে পাননি মমতাজ। মমতাজের অভিযোগ, তিনি গাড়ির প্রসঙ্গ তুলতেই তা এড়িয়ে যেতে শুরু করেন অভিযুক্ত সাকিব। দিনের পর দিন তাঁকে আশা জাগিয়েওলাভের লাভ কিছুই হয়নি। এরপরই মমতাজ বুঝতে পারেন তিনি প্রতারনার শিকার হয়েছেন। চলতি বছর এপ্রিল মাসে চন্দননগর আদালত (Chandannagar Court) ও ভদ্রেশ্বর থানায় মহম্মদ সাকিব, মহম্মদ সাইফ ও সাবির আলির নামে অভিযোগ দায়ের করেন মমতাজ আনসারী। এরপরই মঙ্গলবার কলকাতা থেকে সাইফকে গ্রেপ্তার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। বুধবার চন্দননগর আদালতে ধৃতকে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দেয় আদালত। পরে মেয়াদ শেষ হলে শনিবার আবারও অভিযুক্তকে আদালতে তোলা হলে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

মমতাজের আইনজীবী দিগন্ত মুখোপাধ্যায় বলেন, শুধু মমতাজের সঙ্গেই নয় চাঁপদানি, ভদ্রেশ্বর এলাকার অনেক মানুষের সঙ্গেই এরকম প্রতারণা করেছেন সাকিব সহ অভিযুক্তরা। গরিব মানুষকে সাবসিডিতে গাড়ি পাইয়ে দেওয়ার নাম করেও প্রতারণার অভিযোগ রয়েছে তিন জনের বিরুদ্ধে। অভিযুক্তরা সম্পর্কে বাবা-ছেলে। পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি কোম্পানি খুলে প্রতারণার ফাঁদ পেতেছিল চালাত অভিযুক্তরা। তবে ছোট ছেলে সাইফ গ্রেফতার হলেও বাকি দুই অভিযুক্ত বড় ছেলে মহম্মদ সাকিব ও বাবা সাবির আলির খোঁজে তল্লাশি (Search Operation) চালাচ্ছে ভদ্রেশ্বর থানার পুলিশ।

 

 

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...
Exit mobile version