আতঙ্ক কাটছে না বাগদার গণধ*র্ষিতা মহিলার শিশু সন্তানের

নিজের চোখের সামনে বিএসএফ জওয়ানদের হাতে মাকে নির্যাতনের শিকার হতে দেখেছে সে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রধান সাক্ষী ওই গৃহবধূর ৫ বছরের মেয়ে

0
1

বাগদার সীমান্তবর্তী এলাকা জিতপুরে বসিরহাটের এক গৃহবধূকে গণধর্ষণ করে BSF জওয়ানরা। যৌনলালসা ওই BSF জওয়ানদের এতটাই পৈশাচিক করে দিয়েছিল যে মহিলার কোলে থাকা ৫ বছরের শিশু সন্তানকে তারা ছুঁড়ে ফেলে দেয়। নিগৃহীতা মা ও তাঁর সন্তান এখন চিকিৎসাধীন।

আরও পড়ুন:রাতের কলকাতায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় কাউন্সিলর পুত্রের

মাত্র ৫ বছর বয়সেই চোখের সামনে যে বীভৎস, ভয়ংকর, নারকীয় ঘটনার সাক্ষী হতে হল ও কন্যাসন্তানকে। ঘটনা মনে পড়লেই আঁতকে উঠছে শিশুটি। নিজের চোখের সামনে বিএসএফ জওয়ানদের হাতে মাকে নির্যাতনের শিকার হতে দেখেছে সে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রধান সাক্ষী ওই গৃহবধূর ৫ বছরের মেয়ে। কিন্তু আতঙ্ক ছেড়ে বেরিয়ে আসতে পারছে না সে।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহিলার বয়ান রেকর্ড করতে পেরেছেন তাঁরা। তাঁর ৫ বছরের শিশুকন্যার গোপন জবানবন্দি নেওয়া হবে আদালতে। কিন্তু সে এতটাই ট্রমায় যে, তাঁর গোপন জবানবন্দি এখনও নেওয়া যায়নি। আদালতকে গোটা বিষয়টি জানানো হয়েছে পুলিশের তরফে।