রাতের কলকাতায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় কাউন্সিলর পুত্রের

ফের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রাতের কলকাতা। শনিবার রাতে খিদিরপুরের দক্ষিণ বন্দর থানা এলাকার রিমাউন্ট রোডে উল্টে যায় বেপোয়ার গতিতে চলা একটি ট্রাক। পণ্যবোঝাই ট্রাকটি একটি প্রাইভেট কারের উপর পড়লে কার্যত চিঁড়েচ্যাপ্টা হয়ে যায় গাড়িটি। সেই প্রাইভেট কারে চালকের আসনে ছিলেন কলকাতা পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রামপেয়ারি রামের পুত্র রামকিঙ্কর (৩৮)। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা রামকিঙ্করকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:ফিরহাদের সঙ্গে বৈঠক মোহনবাগান সচিবের

পুলিশের অনুমান, বৃষ্টির জলে ডুবে যাওয়া রাস্তার খানাখন্দ বুঝতে পারেননি‌ ট্রাকচালক। তখনই কাউন্সিলরের ছেলের গাড়ির উপর সেটি পড়ে। গাড়ির মধ্যে রামকিঙ্কর ছাড়া আর কেউ ছিলেন না। দুর্ঘটনার পর ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা গাড়ি থেকে চালকের হাত বের হয়ে থাকতে দেখেন। শুরু হয় উদ্ধারের চেষ্টা। কিন্তু, তাঁদের পক্ষে রামকিঙ্করকে বার করা সম্ভব হচ্ছিল না। পরে পুলিশ খবর পেয়ে ছুটে এসে উদ্ধার কাজের জন্য খবর দেওয়া দেয় বিপর্যয় মোকাবিলা দফতরকে। প্রথমে ক্রেনের সাহায্যে ট্রাকটিকে কিছুটা তুলে ধরা হয়। বের করে আনা হয় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট গাড়িটি। তখনও গাড়ি থেকে চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে আনা হয় গ্যাস কাটার। তা দিয়েই গাড়ি কেটে বের করা হয় রামকিঙ্করকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।


Previous articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ
Next articleআতঙ্ক কাটছে না বাগদার গণধ*র্ষিতা মহিলার শিশু সন্তানের