Saturday, November 15, 2025

মহম্মদ আলি পার্কের পুজো বিতর্কে মুখ খুললেন মেয়র, কচুরিপানা থেকে শিল্পের ঘোষণা

Date:

“এবার কচুরিপানা থেকে শিল্প গড়ে তোলা হবে। রাজ্যের পরিকল্পনা অনুযায়ী, কচুরিপানা থেকে তন্তু বের করার মাধ্যমে তৈরি করা হবে শিল্পের সামগ্রী। ইতিমধ্যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দফতর এমএসএমই (MSME) দ্বারা উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় কয়েকটি কারখানাও (Factory) তৈরি করা হয়েছে, যার মাধ্যমে পরবর্তী সময়ে এই শিল্প যথেষ্ট নজর কাড়বে। গত শনিবার ‘টক টু মেয়র’ (Talk to Mayor) অনুষ্ঠানে একথাই ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাশাপাশি ডেঙ্গু (Dengue) পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে বলেও এদিন জানিয়েছেন তিনি।

এদিন মহানাগরিকের বক্তব্যে উঠে আসে মহম্মদ আলি পার্কের (Md Ali Park) পুজো (Durga Puja 2022) প্রসঙ্গও। ফিরহাদ হাকিম বলেন, “মহম্মদ আলি পার্কের ভূগর্ভস্থ জলাধারটি (Underground Tank) ব্রিটিশ আমলের। তিন বছর আগে সেই জলাধারেই ফাটল দেখা যায়। ওই জলাধারের উপরেই মণ্ডপ তৈরি করেছিলেন পুজো উদ্যোক্তারা। তবে পুরসভা (KMC) নোটিশ দেওয়ার পর সরানো হয়েছে মণ্ডপ। ফিরহাদ বলেন, পুজো হচ্ছে। যেখানে জলাধার নেই সেই জায়গায় মণ্ডপ তৈরি হচ্ছে।

কলকাতার মেয়র এদিন আরও জানিয়েছেন, “কচুরিপানা থেকে শিল্প গড়ে তোলার পাশাপাশি মৎস্য দফতর এবং স্থানীয় ক্লাবগুলির কাছেও জলাশয়ে মাছ চাষ করার বিষয়ে প্রস্তাব দিয়েছি আমরা। ফলে সব মিলিয়ে জলাশয়গুলি রক্ষার মাধ্যমে শিল্প গড়ে তোলাই এখন সরকারের মূল লক্ষ্য।” মেয়র এদিন আরও বলেন, “শহরে জলাশয় রক্ষায় ইতিমধ্যে পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। সমস্ত জলাশয় যাতে ভরাট না হয়, বা কচুরিপানার জন্য যাতে ডেঙ্গু, ম্যালারিয়ার মতো মশাবাহিত রোগ না ছড়িয়ে পড়ে তার জন্য রাজ্য সরকারের মাঝারি, ছোট ও ক্ষুদ্র শিল্প দফতরকে জলাশয় থেকে কচুরিপানা তুলে উত্তর ২৪ পরগনায় একটি কারখানা দিয়ে দেওয়া হবে”। আর এই কচুরিপানা দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করার কাজে ব্যবহার করা হবে বলে জানান মেয়র।

 

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...
Exit mobile version