Tuesday, December 2, 2025

শীতকালেই পোষ্যের হাট দক্ষিণ কলকাতায়: মন্ত্রী অরূপের প্রস্তাবে রাজি ব্যবসায়ী সমিতি

Date:

Share post:

কোথাও কিচিরমিচির। কোথাও আবার মিহি গলায় ঘেউ ঘেউ। কোথাও আবার জড়োসড়ো হয়ে পাতা খাচ্ছে খরগোশ, আর এসবের মধ্যেই পরম নিশ্চিন্তে জলে খেলে বেড়াচ্ছে রঙিন মাছ (Fish)। আছে গাছ। এসব নিয়েই গ্যালিফ স্ট্রিটের রবিবাসরীয় পোষ্যের হাট। এটাই এশিয়ার একমাত্র বৈধ পোষ্যের হাট। এখানে রবিবার আয়োজিত হল রক্তদান শিবিরের (Blood Donation Camp)। উদ্যোক্তা বাগবাজার শখের হাট ব্যবসায়ী কল্যাণ সমিতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), কাউন্সিলর অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty), সমিতির সেক্রেটারি অভিজিৎ রায়-সহ অন্যান্যরা। উত্তর কলকাতার (North Kolkata) এত বড় পোষ্যের হাট দক্ষিণেও হোক- চাইছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আর সেই কারণেই তিনি চান এই শীতকালেই এই ধরনের পোষ্যের হাট শুরু হোক দক্ষিণ কলকাতাতে। মন্ত্রীর এই প্রস্তাব আনন্দে গ্রহণ করেছে ব্যবসায়ী সমিতি। একইসঙ্গে পশু রাখুন এই প্রচার ও চালানো হয়।

রক্তদান শিবির উপলক্ষ্যে এদিন বহু মানুষ রক্ত দেন অনেকে। রক্তদান শিবিরের উদ্বোধনের পর অরূপ বিশ্বাস, কুণাল ঘোষরা পুরো পোষ্যের হাট ঘুরে দেখেন। দুজনেই পশুপ্রেমী। সে কারণে এই হাটে তাঁরা বেশ কিছুক্ষণ ছিলেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে মন্ত্রীকে একজোড়া লাভ বার্ড ও একটি গাছ- লাকি ব্যাম্বু উপহার দেওয়া হয়।

গ্যালিফ স্ট্রিটের পোষ্যের হাট বহু পুরনো। এখানে যেমন রঙিন মাছ পাওয়া যায়, তেমনি রয়েছে তার সরঞ্জাম। অ্যাকোরিয়াম থেকে শুরু করে মাছের খাবার, আলো, ফিল্টার সব রয়েছে পাশাপাশি। যেমন বিদেশি পাখি (Bird) রয়েছে এখানে, তেমনি রয়েছে বহু ধরনের পায়রা। বিভিন্ন প্রজাতির কুকুর (Dog) ছানা রয়েছে। খরগোশ হয়েছে নানা রঙের। আর এগুলো সবই বৈধভাবেই কেনাবেচা হয়। পশু কিনতে গিয়ে তার আনুষঙ্গিক জিনিসও পাওয়া যায় এখানে। বহু প্রজাতির কুকুর ছানা মেলে এই হাটে। রয়েছে নানা ধরনের ইনডোর-আউটডোর প্লান্ট, ফুল বা ফলগাছের চারা। এক কথায় উত্তর কলকাতার গর্বের মুকুটে একটি উজ্জ্বল পালক এই পোষ্যের হাট। এই ধরনের হাট দক্ষিণ কলকাতাতেও হোক- চাইছেন অরূপ বিশ্বাস। সেই কারণেই এই শীতেই তা শুরু করতে চান তিনি। যাদবপুর থেকে টালিগঞ্জের মধ্যে বড় জায়গা দেবেন তিনি। আগামী দিনে প্রতি মাসে অন্তত একবার করে দক্ষিণ কলকাতায় এই ধরনের হাট করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে তাঁরা চান পোষ্য রাখুন সবাই। এর মত সঙ্গী পাওয়া দুষ্কর। একাকীত্ব ঘুচিয়ে মন ভালো করার ‘টনিক’ এইসব পোষ্য বা গাছেরা।

spot_img

Related articles

দক্ষিণের শীত ফেরার পূর্বাভাস, উত্তরে নামল পারদ 

সাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের চেনা ইনিংসে সামান্য বিরতি এসেছিল বটে, কিন্তু হাওয়া অফিসের...

সুড়ঙ্গে থমকে গেল চেন্নাই মেট্রোর চাকা, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

মঙ্গলবার সাতসকালে চেন্নাই মেট্রোয় (Chennai Metro) বিভ্রাট। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল ব্লু লাইন মেট্রোর চাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন...

বোমাতঙ্কের জেরে হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ মুম্বইয়ে

সাতসকালে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat), চেন্নাই বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় ইন্ডিগো বিমান (Indigo Flight) উড়িয়ে দেওয়ার হুমকি পেতেই তড়িঘড়ি...

নাগা স্মৃতি ভুলে রাজ-পত্নী সামান্থা! অভিনেত্রীর বিয়ের চর্চার শিরোনামে ‘ঐতিহাসিক’ আংটি

নাগা চৈতন্যর (Naga Chaitanya) সঙ্গে সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছিল, কিন্তু দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ...