বিমান, ট্রেনের কনফার্ম টিকিট, হোটেল বুকিং বাতিলের উপর জিএসটি বসালো কেন্দ্র

চিড়ে, মুড়ি, দই- এর পর এবার রেল, বিমানের টিকিট বা হোটেল বুকিং বাতিল করার জন্য পণ্য ও পরিষেবা কর বা জিএসটি(GST) দিতে হবে। রেলের ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রথম শ্রেণি বা এসি কোচের নিশ্চিত টিকিট(Train Ticket) বাতিলের সময় জিএসটি দিতে হবে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ট্যাক্স রিসার্চ ইউনিট দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, বুকিং টিকিট একটি ‘চুক্তি’, যার অধীনে পরিষেবা প্রদানকারী (আইআরসিটিসি /ভারতীয় রেলওয়ে) গ্রাহককে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বাতিলকরণ চার্জ সেই চুক্তি লঙ্ঘনের পরিবর্তে একটি অর্থপ্রদান, তাই জিএসটি দিতে হবে। এই ধরনের যে কোনও পরিস্থিতিতে নিশ্চিত টিকিট বাতিল করা হলে এখন বাতিলকরণ চার্জের উপর ৫ শতাংশ জিএসটি দিতে হবে। বিমানের টিকিট বাতিলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

উল্লেখ্য, ট্রেনের নির্ধারিত প্রস্থানের ৪৮ ঘন্টা বা তার বেশি আগে টিকিট বাতিল হলে ভারতীয় রেলওয়ে বাতিলের জন্য ২৪০ টাকা চার্জ করে। এক্ষেত্রে এখন দিতে হবে ২৫২ টাকা। ট্রেনের নির্ধারিত প্রস্থানের ৪৮ ঘন্টা থেকে ১২ ঘন্টা আগে নিশ্চিত টিকিট বাতিল করা হলে, টিকিটের পরিমাণের ২৫ শতাংশ বাতিল ফি হিসাবে চার্জ করা হয়।

Previous articleবাংলায় তৃণমূলের যে সংখ্যক ছাত্র রয়েছে, বিজেপির তত কর্মী নেই: অরূপ
Next articleটিম ইন্ডিয়ার প্রশংসায় সৌরভ-সচিন