Wednesday, August 27, 2025

কয়েকটি মামলাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে: নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ অরুণাভর

Date:

‘‘নির্দিষ্ট একটি বেঞ্চ মামলার তালিকা অনুযায়ী শুনানি করছে না। অনেক মামলা শুনানির জন্য উঠছেই না, পড়ে রয়েছে। শুধু কয়েকটি মামলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।’’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) নাম না করে নজিরবিহীন আক্রমণ আইনজীবীদের একাংশের। সোমবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির এজলাসে বহু আইনজীবীর সঙ্গে হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অরুণাভ ঘোষ (Arunabha Ghosh) এই বিষয়ে নালিশ করেন। তাঁদের অভিযোগ, “কয়েকটি মামলায় রায় দিয়ে একজন বিচারপতি দেখাচ্ছেন একমাত্র উনিই মানুষের পক্ষে, বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে।” নির্দিষ্ট একটি বেঞ্চের বিচার্য বিষয়ে বদলেরও দাবি জানিয়েছেন আইনজীবীরা। বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। পালটা ওই আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি বেশ কয়েকটি বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এজালসের মধ্যে রীতিমতো ঝগড়া হয় অরুণাভ ঘোষের। এই পরিস্থিতিতেই নাম না করে প্রধান বিচারপতির কাছে নির্দিষ্ট একটি বেঞ্চের বিরুদ্ধে নালিশ করলেন তিনি। অরুণাভর অভিযোগ, ‘‘সব মামলাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে না। কয়েকটি মামলায় উনি এমন নির্দেশ দিচ্ছেন, যেন তিনি একাই মানুষের পক্ষে। বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে।’’ আইনজীবীদের অনেকে মনে করছেন, অরুণাভ আসলে বিচারপতি গঙ্গোপাধ্যায়কেই নিশানা করেছেন।

রয়েকদিন আগেই একটি মামলায় কোর্ট রুমে ভিডিয়োগ্রাফির অনুমতি দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন, বর্ষীয়ান আইনজীবী বলেন, ‘‘আদালতের মধ্যে ভিডিয়োগ্রাফি হচ্ছে। সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’’ বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত জানাননি প্রধান বিচারপতি। তিনি শুধু বলেন, ‘‘আদালতের গরিমা রক্ষার দায় আইনজীবী এবং বিচারপতি-দুপক্ষেই। বিষয়টি দেখছি।‘‘

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version