Sunday, November 16, 2025

কয়েকটি মামলাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে: নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ অরুণাভর

Date:

‘‘নির্দিষ্ট একটি বেঞ্চ মামলার তালিকা অনুযায়ী শুনানি করছে না। অনেক মামলা শুনানির জন্য উঠছেই না, পড়ে রয়েছে। শুধু কয়েকটি মামলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।’’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) নাম না করে নজিরবিহীন আক্রমণ আইনজীবীদের একাংশের। সোমবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির এজলাসে বহু আইনজীবীর সঙ্গে হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অরুণাভ ঘোষ (Arunabha Ghosh) এই বিষয়ে নালিশ করেন। তাঁদের অভিযোগ, “কয়েকটি মামলায় রায় দিয়ে একজন বিচারপতি দেখাচ্ছেন একমাত্র উনিই মানুষের পক্ষে, বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে।” নির্দিষ্ট একটি বেঞ্চের বিচার্য বিষয়ে বদলেরও দাবি জানিয়েছেন আইনজীবীরা। বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। পালটা ওই আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি বেশ কয়েকটি বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এজালসের মধ্যে রীতিমতো ঝগড়া হয় অরুণাভ ঘোষের। এই পরিস্থিতিতেই নাম না করে প্রধান বিচারপতির কাছে নির্দিষ্ট একটি বেঞ্চের বিরুদ্ধে নালিশ করলেন তিনি। অরুণাভর অভিযোগ, ‘‘সব মামলাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে না। কয়েকটি মামলায় উনি এমন নির্দেশ দিচ্ছেন, যেন তিনি একাই মানুষের পক্ষে। বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে।’’ আইনজীবীদের অনেকে মনে করছেন, অরুণাভ আসলে বিচারপতি গঙ্গোপাধ্যায়কেই নিশানা করেছেন।

রয়েকদিন আগেই একটি মামলায় কোর্ট রুমে ভিডিয়োগ্রাফির অনুমতি দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন, বর্ষীয়ান আইনজীবী বলেন, ‘‘আদালতের মধ্যে ভিডিয়োগ্রাফি হচ্ছে। সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’’ বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত জানাননি প্রধান বিচারপতি। তিনি শুধু বলেন, ‘‘আদালতের গরিমা রক্ষার দায় আইনজীবী এবং বিচারপতি-দুপক্ষেই। বিষয়টি দেখছি।‘‘

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version