Thursday, August 28, 2025

কংগ্রেসের পতনের কারণ ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান, ফের আজাদ তোপে বিদ্ধ রাহুল

Date:

কংগ্রেস(Congress) সাংসদ রাহুল গান্ধীর(Rahul Gandhi) বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সম্প্রতি দল ছেড়েছেন প্রবীণ নেতা গুলাম নবি আজাদ(Gulam Nabi Azad)। তবে দল ছাড়লেও রাহুলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ কমাননি জম্মু কাশ্মীরের এই নেতা। চেনা সুরে ফের তোপ দাগলেন রাহুলকে। জানালেন, রাহুল ভাল মানুষ হলেও, ‘রাজনীতির জন্য একেবারে অনুপযুক্ত।’ একইসঙ্গে জানালেন, কংগ্রেসের পতনের কারণ ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান।

সোমবার এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাহুলকে আক্রমণ করে গুলাম নবি আজাদ বলেন, “রাহুল গান্ধী ভালো মানুষ হলেও, রাজনীতির জন্য একেবারেই উপযুক্ত নন। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীনে কংগ্রেস গঠনমূলক আলোচনার রাজনীতিতেই বিশ্বাসী ছিল। কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বাধীনে তা ধ্বংস হয়ে গিয়েছে। বর্তমান কংগ্রেস ওয়ার্কিং কমিটির কোনও অর্থ নেই। সনিয়া গান্ধীর অধীনে একটাই কংগ্রেসের ওয়ার্কিং কমিটি ছিল। কিন্তু বিগত ১০ বছরে ২৫ জন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য এবং ৫০ জন বিশেষ আমন্ত্রিত সদস্য হয়েছে।”

এর পাশাপাশি ২০১৯ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াইয়ে রাহুলের স্লোগান ছিল ‘চৌকিদার চোর হ্যায়’। যদিও রাফাল দুর্নীতিকে হাতিয়ার করে রাহুলের সেই স্লোগান বিশেষ কাজে আসেনি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। অন্যদিকে লজ্জার হার হয় কংগ্রেসের। সেই ইস্যুকে তুলে ধরে এদিন আজাদ বলেন, “কংগ্রেসের পতনের অন্যতম একটি বড় কারণ ছিল রাহুল গান্ধীর চৌকিদার চোর হ্যায় স্লোগান। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতেই রাহুল এই স্লোগান দিলেও, কোনও প্রবীণ নেতাই এই স্লোগান বা কর্মসূচিকে সমর্থন করেননি। বৈঠকে রাহুল গান্ধী যখন জানতে চেয়েছিলেন কারা সমর্থন করছেন এই স্লোগানকে, তখন একাধিক প্রবীণ নেতাই এই স্লোগানের বিরোধিতা করেছিলেন। মনমোহন সিং, একে অ্যান্টনি, পি চিদাম্বরম ও আমি ছিলাম সেই সময়।”

একইসঙ্গে তিনি আরও যোগ করেন, “আমি ইন্দিরা গান্ধীর থেকে রাজনৈতিক শিক্ষা পেয়েছি। আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখন ইন্দিরা গান্ধী আমায় বলেছিলেন অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে নিয়মিত দেখা করতে। তাঁদের শিক্ষা ছিল প্রবীণ ও বিরোধী নেতাদের সম্মান করা। আক্রমণ করতে বলা হয়েছিল, কিন্তু ব্যক্তি আক্রমণ নয়।” এরপর তিনি বলেন, সেই শিক্ষা ভুলেছেন রাহুল। কংগ্রেসের পতনের অন্যতম একটি বড় কারণ ছিল রাহুল গান্ধীর চৌকিদার চোর হ্যায় স্লোগান।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version