রবিবার এশিয়া কাপে ( Asia Cup) পাকিস্তানকে (Pakistan) ৫ উইকেটে হারিয়েছে ভারতীয় দল (India)। আর এই জয়ের পরই টিম ইন্ডিয়া শুভেচ্ছা জোয়ারে ভাসছে। সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মাদের শুভেচ্ছা জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকররা। চাপের মুখে পড়ে ভারত যেভাবে জয় ছিনিয়ে নিয়েছে তাতে সন্তুষ্ট বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অপরদিকে সচিন তেন্ডুলকর বলেন, চাপের মধ্যে ভাল বল করার জন্য জোরে বোলারদের ফিটনেস খুব দরকার। আমাদের বোলাররা সেটা করতে পেরেছে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল জয় পাওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এশিয়া কাপের শুরুতেই ভারতের জন্য দারুণ ফল। কঠিন পরিস্থিতিতেও সংযত থাকতে পেরেছে ওরা। শুভেচ্ছা টিম ইন্ডিয়া এবং রোহিত শর্মাকে।”
Good result for india to start off..lot of composure in a tight situation ..@bcci @ImRo45
— Sourav Ganguly (@SGanguly99) August 29, 2022
অপরদিকে ভারতের জয়ের পরে সোশ্যাল মিডিয়ায় সচিন লিখেছেন, “চাপের মধ্যে ভাল বল করার জন্য জোরে বোলারদের ফিটনেস খুব দরকার। আমাদের বোলাররা সেটা করতে পেরেছে। হার্দিক খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। আমাদের জয়ের সীমানা পার করিয়েছে। ওকে খুব ভাল সাহায্য করেছে জাদেজা ও কোহলি।”

It came down to fitness of the fast bowlers while put under pressure, though both teams’ pacers bowled well upfront.
Crucial knock by Hardik to stay till the end & get us over the line & ably supported by @imjadeja & Virat.
Congrats 🇮🇳 on a nail-biting win.#INDvsPAK pic.twitter.com/dYhiaa3Omh
— Sachin Tendulkar (@sachin_rt) August 28, 2022
আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে বিরাট-রোহিতের ব্যাটিং দেখে বিরক্ত গাভাস্কর
