Monday, November 10, 2025

UttarPradesh:যোগীরাজ্যে ফের ধ*র্ষণ! মেয়ের বিচার চাইতে গিয়ে পুলিশের হাতে ধ*র্ষিতা ‘মা’

Date:

কনৌজে (Kannauj)কাঠগড়ায় পুলিশ! মেয়ের উপর হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে এবার মাকেই ধ*র্ষণের শিকার হতে হল। আইনের রক্ষকই ভক্ষকের চেহারা নিয়ে এবার ধ*র্ষণ করে শিরোনামে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কনৌজের পুলিশ অফিসারকে (Kannauj Police officer)। মেয়ের ঘটনার তদন্তকারী আধিকারিকের হাতেই ধ*র্ষিতা হলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক মহিলা। গোটা ঘটনায় নিন্দার ঝড় দেশ জুড়ে।

ফের যোগী (yogi adityanath) রাজ্যে জঘন্য ঘটনা। সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে ১৭ বছর বয়সী এক নাবালিকাকে ধ*র্ষণ করা হয়। এরপর মেয়ের অন্যায়ের বিচার চাইতে প্রশাসনের দ্বারস্থ হন অসহায় মা। ঘুণাক্ষরেও টের পাননি তাঁর জীবনেও নেমে আসতে চলেছে ভয়ঙ্কর বিপদ। সূত্র মারফত জানা যায় নাবালিকা ধ*র্ষণের মামলাটির দায়িত্বে ছিলেন ইন্সপেক্টর অনুপ মৌর্য। তাঁর বিরুদ্ধে ওই নাবালিকার মা’কে ধ*র্ষণ করার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, গত ২৮ অগাস্ট অনুপ মৌর্য (Anoop Maurya) নামে ঐ অভিযুক্ত পুলিশ তাঁর বাড়ির কাছে একটি পেট্রোল পাম্পের কাছে ওই মহিলাকে দেখা করতে বলেন। এরপর তাঁর নিজের বাড়িতে নিয়ে গিয়ে ওই মহিলাকে ধ*র্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন নির্যাতিতা স্বয়ং। এরপরই অভিযুক্ত ইন্সপেক্টরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং তাঁকে সাসপেন্ড করা হয়। পাশাপাশি তাঁকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বারবার বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে কেন প্রশ্ন উঠছে? কেন বারবার আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হচ্ছে যোগী রাজ্যে? অনেকেই বলছেন নারী সুরক্ষা থেকে শুরু করে সুশৃঙ্খল আইন ব্যবস্থা বজায় রাখতে ব্যর্থ বিজেপি সরকার (BJP Government), সেটাই বারবার প্রমাণিত।

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version