Thursday, August 28, 2025

২০১১ থেকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত রিপোর্ট তলব শিক্ষা পর্ষদের

Date:

রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা সিবিআই(CBI)। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chaterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে বিপুল টাকা উদ্ধারের পর এই মামলার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর(ইডি)। তদন্তে নেমে ইডির(ED) তরফে নিয়োগ সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। তার প্রেক্ষিতেই এবার রাজ্যের কাছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত রিপোর্ট চাইল শিক্ষা পর্ষদ। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত সমস্ত নিয়োগের রিপোর্ট তলব করা হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য তাদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে ইডি। তাই রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তাদের এখন চাই এবং সেই প্রেক্ষিতেই সেই নথি তারা জমা দিতে বলেছে শিক্ষকদের। ২০১১ সালের পরে নিয়োগপত্র শিক্ষকদের নাম এবং টেট রোল নম্বর নির্দিষ্ট ফরম্যাটে মেল করতে হবে। ১ সেপ্টেম্বরের মধ্যে এই রিপোর্ট পাঠাতে বলে বিজ্ঞপ্তি দিয়েছেন পর্ষদ সভাপতি রত্না চক্রবর্তী বাগচী।

উল্লেখ্য, রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। অভিযোগ উঠেছে পরীক্ষা না দিয়ে এমনকি সাদা খাতা জমা দিয়েও অনেকে চাকরি পেয়েছেন। আর এতে চলেছে টাকার খেলা। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকা। এই ঘটনার তদন্তে নেমে ইডির রিপোর্ট তলবের প্রেক্ষিতে নিয়োগ সংক্রান্ত রিপোর্ট তলব করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version