উপত্যকায় জঙ্গি নাশকতার চাল বানচাল করল ভারতীয় সেনা

বড় সাফল্য ভারতীয় সেনার। উপত্যকায় গুলির লড়াইয়ে মাত্র দু’দিনে পাঁচ জেহাদিকে নিকেশ করল নিরাপত্তারক্ষী বাহিনী।

আরও পড়ুন:কাশ্মীরে গ্রেফতার ৩ কুখ্যাত জঙ্গি, উদ্ধার গ্রেনেড ও পাকিস্তানি পতাকা

সামনেই জম্মু-কাশ্মীরের নির্বাচন। তার আগেই দাপট বেড়েছে জঙ্গিদের। তাই জোরকদমে অভিযান শুরু করেছে ভারতীয় সেনাও। জঙ্গিদমনে বুধবার রাত থেকে ভূস্বর্গের সোপর এলাকায় চিরুনিতল্লাশি চালানো হয়। বোমাই এলাকায় গা ঢাকা দেওয়া জঙ্গিরা প্রথমে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পালটা জবাব দেয় সেনারাও। দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। গুলিতে দুই জেহাদি নিকেশ হয়। আহত হন স্থানীয় এক বাসিন্দাও।

জানা গিয়েছে, ওই দুই জঙ্গিই জইশ-ই-মহম্মদের সদস্য। দু’জনেই কাশ্মীরের বাসিন্দা। একজনের নাম মহম্মদ রফি, সে সোপরেরই বাসিন্দা। নিকেশ হওয়া অপর জঙ্গি কাইজার আসরাফ পুলওয়ামার বাসিন্দা। দু’জনের বিরুদ্ধেই বহু জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগ আছে। সেনা সূত্রের খবর, এই দুই জেহাদি আগামী দিনে উপত্যকায় বড়সড় নাশকতার ছক কষছিল।এই নিয়ে গতও দু’দিনে à§« জেহাদির মৃত্যু হল ।