Thursday, December 4, 2025

মধ্যপ্রদেশে হাসপাতালে চিকিৎসকের দেখা নেই, মায়ের কোলেই বেঘোরে প্রাণ গেল ৫ বছরের শিশুর

Date:

Share post:

দেশের উন্নয়নে মোদি-শাহ-নাড্ডা একাধিকবার বলেছেন যে ‘ডাবল ইঞ্জিন’ সরকারই পারে পরিস্থিতির বদল আনতে।কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। ডাবল ইঞ্জিন চালিত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ত্রিপুরায় স্বাস্থ্য বিভাগের বেহাল দশায় জেরবার সাধারণ মানুষ। গ্রামীণ এলাকায় পরিষেবা ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। দিন দুয়েক আগে মধ্যপ্রদেশের চরগাওয়ান থানা এলাকার তিনহেতা দেউড়ি গ্রামে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। যা বিজেপি শাসিত ‘ডাবল ইঞ্জিন’ সরকারের ব্যর্থতাকে ফের বেআব্রু করে দিয়েছে।
জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা সঞ্জয় পান্দ্রে তার ৫ বছরের ছেলে ঋষিকে চিকিৎসার জন্য বারগির সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসেছিলেন। কিন্তু সেই সময় হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না। অসহায় মা ও পরিবার ছেলেকে নিয়ে হাসপাতালের দরজায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও চিকিৎসকের দেখা মেলেনি।যার নিট ফল, হাসপাতালের চৌকাঠেই মৃত্যু হয় নিষ্পাপ শিশুটির। আশ্চর্যের বিষয়, শিশুটির মৃত্যুর কয়েক ঘণ্টা পরও হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক বা ব্লক মেডিক্যাল অফিসারের দেখা মেলেনি।
এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।মৃত শিশুটির পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অবহেলার গুরুতর অভিযোগ করেছেন। ক্ষুব্ধ স্বজনদের অভিযোগ, সময়মতো চিকিৎসা পেলে নিরীহ শিশুটিকে এভাবে বেঘোরে প্রাণ দিতে হত না।
গ্রামীণ জনপদে মায়ের কোলে ৫ বছরের শিশুর মৃত্যু নিয়ে নানা গুরুতর প্রশ্ন উঠেছে। কয়েক ঘণ্টা দেরি করে আসার কারণ হিসাবে চিকিৎসকের সাফাই,তার স্ত্রী একদিন আগে উপবাস রেখেছিলেন, তাই তিনি হাসপাতালে পৌঁছতে দেরি করেছেন।বিরেধীদের বক্রব্য, ডাবল ইঞ্জিন পরিচালিত বিজেপি সরকারের উন্নয়নের তীব্র গতির কাছে হার মেনে গ্রামীণ পরিবারটি তাদের ৫ বছরের নিষ্পাপ শিশুকে চিরতরে হারিয়েছে।

spot_img

Related articles

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...