Sunday, November 16, 2025

লক্ষ্য কি অ-বিজেপি জোট? কেসিআরের নীতীশ-তেজস্বী সাক্ষাতে জল্পনা

Date:

বিহারে বিজেপির(BJP) সঙ্গ ছেড়ে মহাজোটে অংশ নেওয়ার পর অ-বিজেপি জোটে গুরুত্ব বেড়েছে জেডিইউ(JDU) নেতা নীতীশ কুমারের। এই ঘটনার পরই বিহারে গিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar) ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের(Tejaswi Yadav) সঙ্গে সাক্ষাৎ করলেন তেলেঙ্গানার(Telengana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও(K ChandraShekhar Rao)। ঘোর বিজেপি বিরোধী কেআরের এই সাক্ষাতে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। কারণ ২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিগত কয়েকমাস ধরেই অ-বিজেপি এবং অ-কংগ্রেসি সমমনস্ক দলগুলিকে একজোট করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার পাটনায় একত্রে মধ্যাহ্ন ভোজ করেন নীতীশ কুমার, তেজস্বী যাদব এবং কেসিআর। পাশাপাশি বেশ কয়েকটি অনুষ্ঠানেও একত্রে দেখা যায় তাঁদের। এই সাক্ষাতকে যে বেশ তাৎপর্যপূর্ণ তা অস্বীকার করছে না রাজনৈতিক মহল। কারণ আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কোমর বাধতে শুরু করেছে বিরোধী শিবির। একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন উদ্যোগ নিচ্ছেন, অন্যদিকে তেমনি একতা রক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর। বিরোধীদের কাছে একটা বিষয় বেশ স্পষ্ট যে, চব্বিশ-সমরে একতাই মোদির বিরুদ্ধে লড়াইয়ের মূলমন্ত্র। পাশাপাশি এটাও তারা বেশ বুঝেছে এই লড়াই থেকে কংগ্রেস শত ক্রোশ দূরে সরে গিয়েছে। ফলে লড়াই করতে গেলে দেশের সব বিরোধীদের এক ছাতার তলায় আনা ভীষণভাবে প্রয়োজন। সেদিকে নজর রেখেই সদ্য এনডিএর সঙ্গ ত্যাগ করা জেডিইউ প্রধান নীতীশ কুমারের গুরুত্ব বেড়েছে অবিজেপি জোটে। বৃহস্পতিবার পাটনা গিয়ে সেই জোটের মন্ত্রে নীতীশকে বাধা হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version