Thursday, November 13, 2025

পরিচারিকাকেই নয় নিজের ছেলের উপরও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

Date:

পরিচারিকাকে গরম তাওয়া দিয়ে মারা থেকে শুরু করে মেঝেতে পড়ে থাকা প্রস্রাব চাটানোর মত অকথ্য অত্যাচার তো চালাতেনই। তার পাশপাশি নিজের ছেলেকেও মানসিক নির্যাতন করেছেন ঝাড়খণ্ডের বিজেপি বিধায়ক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল বিজেপি নেত্রীর বিরুদ্ধে। জানা গিয়েছে, পরিচারিকার নির্যাতনের ছবি শেয়ার করায় ছেলেকে মানসিক রোগী সাজিয়ে হাসপাতালে পাঠিয়েছেন অভিযুক্ত নেত্রী।

আরও পড়ুন:পরিচারিকা ‘আদিবাসী’! মার থেকে প্রস্রাব চাটানোর অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

পরিচারিকাকে নির্যাতনের নির্মম দৃশ্য মুঠোফোনে বন্দি করেন বিজেপি নেত্রীর ছেলে আয়ুষ্মান পাত্র। এক বন্ধুকে ফোন করে সাহায্য চেয়ে পাঠিয়েছিলেন তিনি। এরপরই তাঁর সেই বন্ধু বিবেক আনন্দ বাস্কে অত্যাচারের হাত থেকে সেই পরিচারিকাকে শুধু বাঁচালেনই না, অভিযুক্ত সীমা পাত্রকে পুলিশের হাতে তুলেও দিলেন। তবে বিজেপি নেত্রী সীমা পাত্র একথা জানতে পেরেই ছেলেকে রাঁচির মানসিক হাসপাতালে পাঠিয়ে দেন সীমা। পরে সাংবাদিকদের তিনি জানান, ছেলে অসুস্থ বলেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হল। তবে সূত্রের খবর, আয়ুষ্মান সম্পূর্ণ সুস্থ। বিনা কারণেই তাঁকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সীমা পাত্রের বাড়ির সেই পরিচারিকা সুনীতা জানিয়েছেন, ‘কাজে ভুল হলেই আমায় মারধর করা হত। যা যা অভিযোগ উঠেছে, সবটাই সত্যি। আমাকে গরম তাওয়া দিয়ে মারা হত। শুধু তাই নয়, মেঝেতে পড়ে থাকা প্রস্রাবও চাটানো হতো।’

অন্যদিকে বিজেপি নেত্রীর এমন অকথ্য অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় ওঠে। শুরু হয়ে রাজনৈতিক তরজাও।  শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইট করে তীব্র আক্রমণ শানান ওই বিজেপি নেত্রী এবং দলের দিকেও। বলেন, শুধু সীমা পাত্রই নয়, বিজেপির শীর্ষ নেতৃত্বকেও এই ঘটনার জন্য সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version