Friday, December 5, 2025

সুপ্রিম রায়ে জোর ধাক্কা খেলেন শুভেন্দু, নন্দীগ্রাম ভোট মামলা চলবে কলকাতা হাইকোর্টেই

Date:

Share post:

এবার সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নন্দীগ্রাম ভোট গণনা মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই, এমনটাই রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে নন্দীগ্রাম ভোট গণনা সংক্রান্ত মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরানোর আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। “নিরপেক্ষ” বিচার চেয়ে রাজ্যের বাইরের যে কোনও হাইকোর্টে এই মামলার শুনানি চেয়েছিলেন শুভেন্দু। কিন্তু তাঁর আবেদন খারিজ করা হয়েছে। এবং কলকাতা হাইকোর্টেই দ্রুততার সঙ্গে এই মামলার বিচার প্রক্রিয়া চালানোর কথা বলা হয়েছে। এমন সুপ্রিম রায়ে শুভেন্দুর যে মুখ পুড়ল তা বলার অপেক্ষা রাখে না।

একুশের বিধানসভা ভোটে বাংলায় তৃতীয়বারের জন্য বিপুল সাফল্য নিয়ে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল। জোড়াফুলের সেই নজরকাড়া সাফল্যেও কাঁটা হয়ে বিঁধেছিল নন্দীগ্রাম। প্রথমে বিভিন্ন সংবাদমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের খবর ঘোষণা করা হলেও কোনও এক অজানা কারণে পরে শুভেন্দু অধিকারীকর “জয়ী” বলে জানায় নির্বাচন কমিশন।

এরপরই নন্দীগ্রামের ভোট-গণনায় কারচুপি হয়েছিল বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। লোডশেডিং করে শুভেন্দু ভোটে জিতেছেন বলে দাবি তুলতে থাকেন তৃণমূল নেতারা। নন্দীগ্রামে ভোট পুনর্গণনার দাবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে গড়ায় সেই মামলা।

তবে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম ভোট মামলা যে বিচারপতির এজলাসে প্রথমবার ওঠে তাঁকে বিজেপি ঘনিষ্ঠ বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। প্রথমে ওই মামলাটি “বিজেপি ঘনিষ্ঠ” বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে ছিল। তবে বিতর্ক হওয়ায় শেষপর্যন্ত অন্য বিচারপতির বেঞ্চে মামলা পাঠানো হয়। নন্দীগ্রাম ভোট মামলা যায় বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে।

এরপরই বেঁকে বসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর ধারণা, কলকাতা হাইকোর্টে এই মামলার নিরপেক্ষ বিচার পাওয়া যাবে না। তাই দেশের অন্য যে কোনও হাইকোর্টে এই মামলা সরানোর দাবিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ভিন রাজ্যে মামলা সরানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন শুভেন্দু। তখন সেই মামলা সুপ্রিম কোর্টে নথিভুক্ত হলেও শুনানিতে এবার শুভেন্দুর আর্জি খারিজ হয়ে গেল।

 

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...