Saturday, May 3, 2025

অমিত শাহ সবচেয়ে বড় পাপ্পু: অভিষেকের মন্তব্যের টি-শার্ট আনছে তৃণমূল

Date:

ইডি(ED) জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সিজিও কমপ্লেক্সের বাইরে বেরিয়ে অমিত শাহকে(Amit Shah) ‘দেশের সবচেয়ে বড় পাপ্পু’ বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। তাঁর সেই মন্তব্যসহ শাহের কার্টুন দেওয়া টিশার্ট বাজারে আনল তৃণমূল। শুক্রবার রাত থেকেই নয়া এই টিশার্টের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

ভাইরাল হওয়া ওই টিশার্টের দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের একটি কার্টুন। ঠিক তার নীচেই লেখা হয়েছে ‘ইন্ডিয়াজ বিগেস্ট পাপ্পু ‘। শুক্রবার পাপ্পু বলে অমিত শাহকে আক্রমণ করার পর এই টিশার্ট প্রকাশ্যে আনতে শুরু করেন তৃণমূলের নেতা কর্মীরা। বিশেষ করে তৃণমূলের তরফে ওই টিশার্টটি প্রকাশ্যে নিয়ে এসেছেন অভিষেকের তুতো ভাই-বোনরা। তাঁরা টিশার্টটি প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন নেটমাধ্যমে। সূত্রের খবর, অভিষেকের কালীঘাটের দফতর থেকে ওই টিশার্টটি দলীয় কর্মীদের দেওয়ার কাজ শুরু হয়েছে। আর এক মাস পরেই দুর্গাপুজো। সেই সময় এই টিশার্টটি পরে উৎসবের বাজারে রাজনৈতিক প্রচার চালাতে চান তৃণমূল নেতাকর্মীরা।

উল্লেখ্য, দেশের রাজনীতিতে ‘পাপ্পু’ শব্দটিকে কটাক্ষ হিসেবে ব্যবহার প্রথম শুরু করেন বিজেপি নেতারা। তাঁদের আক্রমণের নিশানায় ছিলেন সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধী। বিজেপির সেই কটাক্ষই এবার বিজেপিকে ফিরিয়ে দিতে মাঠে নামতে দেখা গেল অভিষেককে। তৃণমূল সূত্রের খবর, একেবারে পরিকল্পনামাফিক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাপ্পু বলে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version