Thursday, August 28, 2025

দুর্গাপুর স্টেশন থেকে উদ্ধার নগদ ৩৬ লক্ষ, জিআরপির জালে মধ্যপ্রদেশের বাসিন্দা

Date:

হাওড়ার (Howrah) পর এবার দুর্গাপুর স্টেশন (Durgapur Station) থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশনে এক যাত্রীর ব্যাগ থেকে মিলছে নগদ ৩৬ লক্ষ টাকা। যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় রেল পুলিশের (Rail Police)। ঘটনায় মূলচাঁদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জিআরপি (GRP)। শুক্রবার মুম্বই মেলে (Mumbai Mail) হাওড়া যাচ্ছিলেন তিনি কিন্তু মাঝপথে দুর্গাপুর স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েন। এরপরই দুর্গাপুরের চার নম্বর প্লাটফর্মে ওই ব্যক্তির অস্বাভাবিক চলাফেরা (Abnormal Behavior) দেখে সন্দেহ হয় স্টেশনে কর্মরত আরপিএফ জওয়ানদের। এরপরই মূলচাঁদকে আটক (Detained) করা হয়। ধৃত মূলচাঁদ মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা বলে অন্ডাল জিআরপি সূত্রে খবর।

এদিকে জিআরপি মূলচাঁদকে আটক করে থানায় নিয়ে যায়। শুরু হয় জেরা। কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করা গেলে রেল পুলিশের সন্দেহ আরও বাড়ে। এরপরেই রেল পুলিশ মধ্যপ্রদেশের বসিন্দার ব্যাগ তল্লাশি শুরু করে। আর তারপরই তল্লাশির সময় চোখ কপালে ওঠে তদন্তকারীদের। ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ ৩৬ লক্ষ টাকা। তবে কী কারণে এত টাকা সঙ্গে নিয়ে যাচ্ছিলেন তিনি? সেই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি মূলচাঁদ। এরপরেই তাঁকে গ্রেফতার করে জিআরপি। অন্ডাল জিআরপি ওসি (GRP OC) সুজন ঘোষ জানিয়েছে, নগদ ৩৬ লাখ টাকা ওই ব্যক্তির থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।

সম্প্রতি হাওড়ার স্টেশন থেকে উদ্ধার হয় নগদ ৩৮ লক্ষ টাকা। ঘটনাকে কেন্দ্র করে হাওড়া স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে কর্তব্যরত আরপিএফ জওয়ানরাই সন্দেহজনক দুই যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version