Thursday, August 28, 2025

Uttar Pradesh: সংশোধনাগারেই মিলছে ফাইভ স্টার রেটিং খাবার! উচ্ছ্বসিত বন্দিরা

Date:

কারাবাস মানে একসাথে এক ফালি ঘর, চিলতে দিয়ে বাইরের আলো ঢোকা আর গারদের অন্ধকারে একঘেয়ে স্বাদহীন খাবার। কিন্তু ফারুখাবাদের জেলা সংশোধনাগারের (Farukhabad District Correctional Home) পরিবেশটা একটু আলাদা। এখানে থাকা প্রায় ১১০০ বন্দির পোয়া বারো। কারণ জেলের ভেতরেই মিলছে ফাইভ স্টার (Five Star) রেটিং খাবার।রাতারাতি পরিবর্তনে খুশি সবাই।

উত্তরপ্রদেশের (Uttarpradesh) ফারুখাবাদের জেলা সংশোধনাগারে যে খাবার পরিবেশন করা হয় তাকে ‘ফাইভ স্টার’ রেটিং দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (FSSI) ৷ সংস্থার দেওয়া সার্টিফিকেটে লেখা রয়েছে ‘‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী ফারুখাবাদের জেলা সংশোধনাগারকে ইট রাইট (Eat Right) ক্যাম্পাসের পরিচয় দেওয়া হল ৷” স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে এই শংসাপত্র পেয়ে উচ্ছ্বসিত সংশোধনাগারের সুপার অখিলেশ কুমার ৷পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবারের মান, চালের গুণমান, এফএসএসএআই স্বীকৃত দোকান থেকে গম ও দানাশস্য কেনা, কর্মীদের পোশাকের মতো বিষয়গুলির কথা মাথায় রেখে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই সংশোধনাগারে নিরামিষ খাবার পরিবেশন করা হয় দেওয়া হয় ৷ মেনুতে থাকে সপ্তাহে দুদিন প্রাতরাশে ছোলা, দু’দিন পাও-রুটি, তিন দিন ডালিয়া ও ছানা ৷ মাসের প্রথম, তৃতীয় ও শেষ রবিবার থাকে পুরী, সব্জি ও হালুয়া ৷ দ্বিতীয় রবিবারে রাঁধা হয় কড়াই চাওল ৷ এমনকি ডালের মধ্যেও প্রতিদিনই ভ্যারাইটি থাকে বলে জেল সূত্রে জানা যায়।

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version