Sunday, November 16, 2025

দুর্গাপুর স্টেশন থেকে উদ্ধার নগদ ৩৬ লক্ষ, জিআরপির জালে মধ্যপ্রদেশের বাসিন্দা

Date:

হাওড়ার (Howrah) পর এবার দুর্গাপুর স্টেশন (Durgapur Station) থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশনে এক যাত্রীর ব্যাগ থেকে মিলছে নগদ ৩৬ লক্ষ টাকা। যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় রেল পুলিশের (Rail Police)। ঘটনায় মূলচাঁদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জিআরপি (GRP)। শুক্রবার মুম্বই মেলে (Mumbai Mail) হাওড়া যাচ্ছিলেন তিনি কিন্তু মাঝপথে দুর্গাপুর স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েন। এরপরই দুর্গাপুরের চার নম্বর প্লাটফর্মে ওই ব্যক্তির অস্বাভাবিক চলাফেরা (Abnormal Behavior) দেখে সন্দেহ হয় স্টেশনে কর্মরত আরপিএফ জওয়ানদের। এরপরই মূলচাঁদকে আটক (Detained) করা হয়। ধৃত মূলচাঁদ মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা বলে অন্ডাল জিআরপি সূত্রে খবর।

এদিকে জিআরপি মূলচাঁদকে আটক করে থানায় নিয়ে যায়। শুরু হয় জেরা। কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করা গেলে রেল পুলিশের সন্দেহ আরও বাড়ে। এরপরেই রেল পুলিশ মধ্যপ্রদেশের বসিন্দার ব্যাগ তল্লাশি শুরু করে। আর তারপরই তল্লাশির সময় চোখ কপালে ওঠে তদন্তকারীদের। ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ ৩৬ লক্ষ টাকা। তবে কী কারণে এত টাকা সঙ্গে নিয়ে যাচ্ছিলেন তিনি? সেই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি মূলচাঁদ। এরপরেই তাঁকে গ্রেফতার করে জিআরপি। অন্ডাল জিআরপি ওসি (GRP OC) সুজন ঘোষ জানিয়েছে, নগদ ৩৬ লাখ টাকা ওই ব্যক্তির থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।

সম্প্রতি হাওড়ার স্টেশন থেকে উদ্ধার হয় নগদ ৩৮ লক্ষ টাকা। ঘটনাকে কেন্দ্র করে হাওড়া স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে কর্তব্যরত আরপিএফ জওয়ানরাই সন্দেহজনক দুই যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে।

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...
Exit mobile version