Sunday, November 16, 2025

রেলে চাকরি দেওয়ার নামে ৫ লক্ষ টাকা প্রতারণা, অভিযুক্তকে গাছে বেঁধে বেদম মার স্থানীয়দের

Date:

রেলে চাকরি (Rail Job) দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার (Fraud) অভিযোগ। অভিযুক্তকে গাছে বেঁধে বেদম মার স্থানীয়দের। পশ্চিম মেদিনীপুরের ডেবরার (Debra) ঘটনা। প্রায় সাড়ে ৩ ঘণ্টা অভিযুক্তকে (Accused) গাছে বেঁধে চলে আরম ধোলাই। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনরোষ থেকে তাঁকে উদ্ধার করে। অভিযুক্তের নাম দিলীপ পাত্র। অভিযুক্ত দিলীপ শাসক দল ঘনিষ্ঠ বলে অভিযোগ স্থানীয়দের।

আড়াই বছর আগে ডেবরা থানা এলাকার বাসিন্দা অরুণ হাঁসদার থেকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৫ লক্ষ টাকা নিয়েছিলেন অভিযুক্ত দিলীপ। একমাসের জন্য রেলের একটি ওয়ার্কশপে (Rail Workshop) প্রশিক্ষণেও (Training) পাঠান হয় অরুণকে। কিন্তু প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরে আসতে হয় অরুণকে। মেলেনি কোনও চাকরি। এরপর গ্রামে ফেরার পর থেকেই টাকা ফেরত দেওয়ার জন্য দিলীপকে চাপ দিতে থাকেন অরুণ। একের পর এক দিন পেরলেও টাকা ফেরত দেননি দিলীপ। তবে শুধু অরুণই নন এলাকার একাধিক ব্যক্তিকে চাকরির লোভ দেখিয়ে মোটা অঙ্কের টাকা দিলীপ আত্মসাৎ (Assimilation) করে বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু কারও চাকরি হয়নি। অভিযোগ, বারবার টাকা ফেরানোর কথা বললে তাতে কর্ণপাত করেননি শাসক দল ঘনিষ্ঠ ওই নেতা। আর সেই কারণেই শনিবার কোনও উপায় না পেয়ে এমন ব্যবস্থা নেন স্থানীয়রা।

শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বালিচক গ্রামে অভিযুক্ত দিলীপের বাড়িতে হানা দেয় অরুণ ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য। দিলীপকে বাড়ি থেকে তুলে এনে এলাকার একটি মাঠের গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। বেলা ১টা অবধি সেখানেই বেঁধে রাখা হয়েছিল তাঁকে। পরে খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এসে দিলীপ পাত্রকে উদ্ধার করে। প্রথমে টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও পরে পুলিশের সামনে নিজের দোষ স্বীকার করে দিলীপ। পুলিশকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ১ লক্ষ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

ঘটনা প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি বিবেকানন্দ মুখোপাধ্যায় বলেন, আপাতত ব্লকের বাইরে আছি। একটা ঘটনা হয়েছে শুনেছি। পুলিশকে বলেছি, বিষয়টি খতিয়ে দেখার জন্য। আর্থিক লেনদেনের বিষয়টি প্রমাণিত হলে যথোপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।

আরও পড়ুন- রাজপথে জীবন্ত মা দুর্গা! পুজোর আগেই দুর্গার বেশে তাক লাগাল জয়স্মিতা

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version