Monday, January 12, 2026

টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য শাবানা-জাভেদ-নাসিরউদ্দিনরা: বিজেপি মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

Date:

Share post:

গোরক্ষার নামে তাণ্ডব, সিএএ, বাকস্বাধীনতার উপর রাষ্ট্রের লাগাম, বিলকিস বানো সহ একাধিক ইস্যুতে বার বার বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে দেখা গিয়েছে শাবানা আজমি (Shabana Azmi), জাভেদ আখতার (Javed Akhtar), নাসিরুদ্দিন শাহদের(Nasiruddin Shah)। এই তিনজনকে এবার টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য বলে তোপ দাগলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের(MadhyaPradesh) স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র(Narottom Mishra)। সরাসরি তোপ দেগে তিনি বলেন, শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে কিছু হলেই প্রতিবাদে সরব হয়ে ওঠেন এরা। আসলে এরা টুকরে টুকরে গ্যাং-এর স্লিপার সেলের সদস্য।

সম্প্রতি গুজরাটের জেলথেকে ছাড়া পেয়েছেন বিলকিস বানো গণধর্ষণে সাজাপ্রাপ্তরা। এই ঘটনায় সরব হতে দেখা যায় শাবানাকে। তিনি বলেন, লজ্জায় কোনও কথা আসছে না তাঁর মুখে। আর সেই বক্তব্যকে হাতিয়ার করে নরোত্তম বলেন, “শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, জাভেদ আখতারের মতো লোকেরা ‘টুকরে-টুরকে গ্যাং’-এর স্লিপার সেলের সদস্য। শুধু যখন BJP শাসিত রাজ্যে কোনও ঘটনা হয় তখন এরা চিৎকার চেঁচামিচি শুরু করেন।” একইসঙ্গে তিনি যোগ করেন, “রাজস্থানে যখন কানহাইয়া লালকে খুন করা হয় তখন এরা কিছু বলেন না। ঝাড়খণ্ডে যখন কিশোরীকে পুড়িয়ে খুন করা হয় তখনও এরা চুপ থাকেন। অথচ যখনই BJP শাসিত রাজ্যে কোনও ঘটনা ঘটে তখনই নাসিরুদ্দিন শাহের দেশে থাকতে ভয় হয়। অ্যাওয়ার্ড ওপাসি গ্যাং সক্রিয় হয়ে ওঠে। সমালোচনার ঝড় শুরু হয়ে যায়।এরা নিজেদের নীচ মানসিকতার পরিচয় দেয়”। একই সঙ্গে নরোত্তম মিশ্রের প্রশ্ন, “এরপরও এরা কী ভাবে নিজেদের ধর্মনিরপেক্ষ এবং সভ্য বলে দাবি করেন? এদের পর্দাফাঁস হয়ে গিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি নূপুর শর্মা ইস্যুতেও মুখ খুলেছিলেন নাসিরুদ্দিশ শাহ। নূপুরের মতো খারাপ কথা যারা বলেন প্রধানমন্ত্রীকে তাঁদের সদবুদ্ধি দেওয়ার অনুরোধ করেন এই অভিনেতা। পাশাপাশি ২০১৪ সালের পর একাধিক ইস্যুতে কেন্দ্রের BJP সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এই তিনজন। CAA, শাহিনবাগ সহ একাধিক ইস্যুতে চড়িয়েছেন কবি, গীতিকার জাভেদ আখতারও।

spot_img

Related articles

সোফিয়ার সঙ্গে বাগদান সারলেন ধাওয়ান, জানুন পাত্রী পরিচয়

জল্পনায় সিলমোহর। আইরিশ প্রেমিকা সোফিয়া সাইনের(Sophie Shine) সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)।  ইনস্টাগ্রামে পোস্ট করে...

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...

মনোজ আগরওয়ালের ব্যক্তিগত নম্বর ভাইরাল! আইনি পথে হাঁটছেন ‘বিরক্ত’ CEO

অপরিকল্পিত SIR-এ কাজের চাপ বাংলায় একের পর এক BLO-র মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)...