Sunday, November 16, 2025

JDU ছেড়ে বিজেপিতে ৫ বিধায়ক, জোটের সলতে পাকাতে দিল্লি সফরের সম্ভাবনা নীতীশের

Date:

একদিকে বিজেপির(BJP) সঙ্গ ছেড়ে আরজেডির(RJD) হাত ধরে বিহারে(Bihar) ফের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার(Nitish Kumar)। এই ঘটনায় পাল্টা মণিপুরে জেডিইউ-র ৭ বিধায়কের মধ্যে ৫ জন যোগ দিলেন বিজেপিতে। যদিও এই ঘটনায় খুব একটা ভাবিত নন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিজেপি ত্যাগের পর তাঁর নজর এখন ২৪-এর নির্বাচনের দিকে। আর সেই লক্ষ্যে জোটের সলতে পাকাতে আগামী সপ্তাহে দিল্লি আসতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে দিল্লি সফরে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর পাশাপাশি বিহারের জোটসঙ্গী বামেদের প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ইতিমধ্যেই ২৪-এর নির্বাচনকে নজরে রেখে একছাতার তলায় আসতে শুরু করেছে সব বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি জোট ছাড়ার পর এবার সেই তালিকায় এসে পড়েছে নীতীশের নাম। সদ্য তাঁর সঙ্গে বৈঠক করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। নীতীশ নিজেও চাইছেন বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরতে। ইতিমধ্যেই পাটনাতে জেডিইউ-র (JDU) দপ্তরের সামনে একাধিক পোস্টার লাগানো হয়েছে যাতে নীতীশকে দেশের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। অনুমান করা হচ্ছে, বিরোধী জোটে নিজের জায়গা পাকা করতেই দিল্লি সফরে সোনিয়া ও বাম শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, বিহারের নীতীশ কাণ্ডের প্রতিশোধ মণিপুরে নিয়েছে বিজেপি। সে রাজ্যে জেডিইউ-র ৭ বিধায়কের মধ্যে ৫ বিধায়ককে নিজেদের দলে টেনে নিয়েছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, মণিপুরের মতো হাল বিহারে হবে বলে ইতিমধ্যেই নীতীশকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফে। পাশাপাশি বিহারে ঘর গোছাতে চলতি মাসের তৃতীয় সপ্তাহেই দু-দিনের বিহার সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানকার সীমাঞ্চলের পূর্ণিয়া, কিষাণগঞ্জ সফর করবেন তিনি। দলীয় বৈঠকের পাশাপাশি জনসভাও করবেন পূর্ণিয়াতে। যদিও নতুন সঙ্গীকে সঙ্গে নিয়ে বিহারতো বটেই ২৪-এর ঘুঁটি সাজাতে ব্যস্ত নীতীশ।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version