Tuesday, January 13, 2026

আগামী মরশুমে সিএসকে দলের নেতৃত্বে থাকবেন ধোনি, বললেন চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন

Date:

Share post:

আগামী মরশুমেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক থাকছেন মহেন্দ্র সিং ধোনি। এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন চেন্নাই দলের সিইও কাশী বিশ্বনাথন। তিনি বলেন, ‘আগামী ২০২৩ আইপিএল মরশুমে চেন্নাই দলের অধিনায়ক হবেন মহেন্দ্র সিং ধোনি।

২০২৩ আইপিএল-এও চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করতে দেখা যাবে ক‍্যাপ্টেন কুলকে। দুই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। এরপরও ভক্তদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আগামী মরশুমেও ধোনি খেলবেন কি না? পাশাপাশি ধোনি আগামী ২০২৩ সালের আইপিএল মরশুমে যদি খেলেন তবে চেন্নাই সুপার কিংস কি দলের অধিনায়ক থাকবেন নাকি? এবার সেই প্রশ্নের উত্তর এবার সামনে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাই দলের সিইও কাশী বিশ্বনাথন। তিনি বলেন, ‘আগামী আইপিএল মরশুমে চেন্নাই দলের অধিনায়ক হবেন মহেন্দ্র সিং ধোনি। এতে কোনো পরিবর্তন করা হয়নি।”

গত মরশুমে রবীন্দ্র জাদেজার হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়। আসলে, আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সালে। প্রথম মরশুম থেকেই ধোনি চেন্নাই দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন এবং তিনি দলকে চ্যাম্পিয়ন করেছেন। গত আইপিএল মরশুমে চেন্নাই দলে কিছু পরিবর্তন হয়। ধোনি নিজেই অধিনায়ক হিসেবে নিজেকে সরিয়ে নেন। ধোনি নিজেই রবীন্দ্র জাদেজার হাতে অধিনায়কত্ব তুলে দেন। কিন্তু দলের পারফরম্যান্স হতাশ করে।

বাজে পারফরম্যান্সের পর মাঝপথেই অধিনায়কত্ব ছেড়ে দেন জাদেজা। জাদেজার নেতৃত্বে চেন্নাই দল প্রাথমিক ৮ ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচ জেতে। একই সঙ্গে জাদেজার পারফরম্যান্সেও প্রভাব পড়েছিল তার ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই। এরপর জাদেজা নিজেই অধিনায়কত্ব থেকে ইস্তফা দিয়ে আবার ধোনির হাতে দায়িত্ব তুলে দেন।

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে জাড্ডুর বদলে কে? কী বললেন দ্রাবিড়?

 

 

spot_img

Related articles

আজ উত্তরবঙ্গে সভার আগে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার...

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...