Sunday, August 24, 2025

ঝাড়খণ্ড (Jharkhand) জুড়ে রাজনৈতিক টালমাটাল চলছেই, তার মাঝেই আগামিকাল সোমবার (৫ সেপ্টেম্বর) বিধানসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিধানসভার এই বিশেষ অধিবেশনেই আস্থা ভোট চাইবেন সোরেন (Hemant Soren)। সূত্র বলছে বিধানসভা সচিবালয়ের বিধায়কদের কাছে ইতিমধ্যেই একটি চিঠি পাঠান হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থা প্রস্তাব পেশ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এমনকি পরিকল্পনা সাজাতে আজ রবিবার তাঁর বিধায়ক দলের বিশেষ সভা আহ্বান করা হয়েছে।

সরকার যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পথে হাঁটছে সে কথা কার্যত স্পষ্ট করেছেন ঝাড়খণ্ডের পরিষদীয় মন্ত্রী আলমগীর আলম (Alamgir Alam) । তিনি বলেছেন ঝাড়খণ্ডে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। খনি লিজে লাভজনক পদ বিতর্কে নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। মুখ্যমন্ত্রীর বিধায়ক পদ বাতিলের দাবি তুলেছে বিরোধী বিজেপি (BJP)। গত ২৫ অগাস্ট ঝাড়খণ্ডের রাজ্যপালের কাছে হেমন্ত সোরেনের বিধায়ক পদ নিয়ে সুপারিশ পাঠায় নির্বাচন কমিশন (Election Commission Of India)। যদিও সেই সুপারিশ এখনও প্রকাশ্যে আসেনি। তবে সোরেনের বিধায়ক পদ খারিজ নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ছে। যদিও ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (UPA)বলেছে যে বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীর অযোগ্যতা সরকারকে প্রভাবিত করবে না, কারণ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-কংগ্রেস-আরজেডি জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে। ঝাড়খণ্ড বিধানসভায় মোট বিধায়ক সংখ্যা ৮২। এরমধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (Jharkhand Mukti Morcha) বিধায়ক সংখ্যা ৩০। কংগ্রেসের ১৮ জন ছাড়াও রাষ্ট্রীয় জনতা দল (RJD), CPIML এবং NCP-র একজন করে বিধায়ক রয়েছেন শাসক জোটে। রায়পুরের রিসর্টে কংগ্রেসের ১৭ জন এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) ১৫ জন বিধায়ককে নিয়ে যাওয়া হয়েছিল। পরে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে রাঁচি ফিরে আসেন চার জন। জানা যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষমতাসীন শাসক জোটের ৩২ বিধায়ক ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে রাঁচিতে ফিরে যাচ্ছেন। এবার আপের কায়দায় আস্থা ভোটেই নিজের শক্তি প্রদর্শন করতে মরিয়া সোরেন ।

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version