Saturday, May 3, 2025

দেশে কর্মসংস্থান তলানিতে,পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব: অস্বস্তিতে মোদি সরকার

Date:

ভারতে কর্মসংস্থান তলানিতে।পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব। সম্প্রতি এই পরিসংখ‌্যান প্রকাশ্যে এসেছে।এরপরই অস্বস্তিতে মোদি সরকার। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট অনুযায়ী, ভারতের বেকারত্বের হার গত এক বছরের মধ্যে গত অগাস্টে সর্বোচ্চ ছিল। ওই মাসে বেকারত্বের হার ছিল ৮.৩ শতাংশ। জুলাই মাসে বেকারত্বের হার ছিল ৬.৮ শতাংশ। সেখানে কর্মসংস্থান ছিল ৩৯.৭০ কোটি। অগাস্টে তা আগের থেকে ২০ লক্ষ কমে ৩৯.৪৬ কোটি হয়েছে।

এই তথ‌্য সামনে আসার পরেই তৃণমূলের রাজ‌্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘মোদিকে অযোগ্য বলার কারণ সামনে এসেছে।’ কী বলছেন অর্থমীতিবিদরা ?  অর্থনীতিবিদ কৌশিক বসু টুইট করে লিখেছেন, ‘মুদ্রাস্ফীতির সঙ্গে বেকারত্ব কষ্ট বাড়াচ্ছে।’ কেন্দ্রকে তাঁর পরামর্শ, সঙ্কট কাটাতে সমস্ত নীতিতেই কেন্দ্রকে এই বিষয়ে মনোযোগ দিতে হবে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (সিএমআইই) তরফে জানানো হয়েছে, শহরের বেকারত্বের হার গ্রামাঞ্চলের থেকে বেশি। চলতি বছরের অগাস্টে শহরের বেকারত্বের হার ছিল ৯.৬ শতাংশ। সেখানে গ্রামের বেকারত্বের হার ছিল ৭.৭ শতাংশ। সিএমআইই-র ম‌্যানেজিং ডিরেক্টর মহেশ ব্যাস এর যুক্তি, চলতি বছরে অসম বৃষ্টিপাতের কারণে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।বেকারত্ব বাড়ার সেটাও অন্যতম কারণ।

সিএমআইই-র রিপোর্ট অনুযায়ী গ্রামে কর্মসংস্থান কমেছে। জুলাই মাসে গ্রামীণ ভারতে যেখানে কর্মসংস্থানের হার ছিল ৩৭.৬ শতাংশ, তা আগস্টে কমে ৩৭.৩ শতাংশ হয়েছে। এ প্রসঙ্গে ব্যাস জানিয়েছেন, চলতি বছরে বৃষ্টিপাতের সমস্যা রয়েছে।কোথাও প্রবল বৃষ্টিপাত হয়েছে, আবার কোথাও প্রয়োজনের থেকে অনেক কম বৃষ্টিপাত হয়েছে। এর জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই কারণেই গ্রামীণ ভারতে কর্মসংস্থান কমেছে এবং বেকারত্ব বেড়েছে।

তিনি আরও জানিয়েছেন, বর্ষা আসতে দেরি হওয়ায় একাধিক জায়গায় নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে নতুন করে চাষের কাজ বাড়বে। পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হবে। তবে শহরের বেকারত্বের হার বাড়বে না কমবে তা এখনও স্পষ্ট নয় বলে তিনি মনে করছেন।

 

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version