অর্শদীপের পাশে হরভজন-বিরাট-ইরফান পাঠানরা

সমলোচনার ঝড় গিয়ে পড়েছে অর্শদীপ সিং-এর ক‍্যাচ ফেলাকে কেন্দ্র করে।

রবিবার এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে পাকিস্তানের (Pakistan) কাছে ৫ উইকেটে হারে ভারতীয় দল (Team India)। টিম ইন্ডিয়ার রান সংখ‍্যা পাকিস্তানের বিরুদ্ধে শক্তিশালী থাকলেও বোলারদের পারফরম্যান্সের কারণে জয় হাতছাড়া হয় রোহিত শর্মাদের। তবে এতকিছুর মধ‍্যেও সব সমলোচনার ঝড় গিয়ে পড়েছে অর্শদীপ সিং-এর ক‍্যাচ ফেলাকে কেন্দ্র করে। আসিফ আলির তোলা সহজ ক্যাচ ফেলে দেন অর্শদীপ। এরপরই ওঠে সমলোচনার ঝড়। ভারত পাঁচ উইকেটে হারায় কাঠগড়ায় তোলা হয় অর্শদীপকে। আর এতেই ক্ষুব্ধ হরভজন সিংর, বিরাট কোহলি, ইরফান পাঠানরা। অর্শদীপের পাশে দাঁড়াচ্ছেন ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা।

অর্শদীপের পাশে দাঁড়িয়ে হরভজন সিং লেখেন,” তরুণ অর্শদীপের সমালোচনা বন্ধ করুন। কেউ ইচ্ছে করে ক্যাচ ফেলে দেয় না। আমরা আমাদের ছেলেদের জন্য গর্বিত। পাকিস্তানের তুলনায় ভাল খেলেছে। যাঁরা আমাদের দল এবং অর্শদীপের উদ্দেশ্যে খারাপ মন্তব্য করছেন বা হেয় করার চেষ্টা করছেন, তাঁদের দেখে লজ্জা হয়। অর্শদীপ সোনা।”

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বলেন,” চাপের মুখে যে কোনও ক্রিকেটারই ভুল করে। এরকম একটা বড় ম্যাচ, এত কঠিন পরিস্থিতি। আমাদের দলের পরিবেশ ভাল। কাল যখন সবাই একসঙ্গে হব, হাসাহাসি করব, সেটা দেখে অর্শদীপ নিশ্চয়ই অনেকটা চাপমুক্ত হবে।”

অর্শদীপের পাশে দাঁড়িয়ে ইরফান পাঠান লেখেন,”অর্শদীপ খুবই দৃঢ় চরিত্রের। তুমি এমনই থাক।”

অর্শদীপের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজও। তিনি লেখেন,”ভারতীয় দলের সব সমর্থককে অনুরোধ করছি। খেলার মধ্যে আমাদের ভুল হয়েই থাকে। আমরাও মানুষ। দয়া করে কাউকে এই ভুলের জন্য অপমান করবেন না।”

আরও পড়ুন:পাকিস্তানের কাছে হেরে হতাশ রোহিত শর্মা