Thursday, August 28, 2025

এশিয়া কাপের (Asia Cup) গ্রুপ পর্বের প্রথম ম‍্যাচে পাকিস্তানের (Pakiatan) বিরুদ্ধে জয় পেলেও, রবিবার সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে হেরেছে ভারতীয় দল (India Team)। আর এতেই হতাশ টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তবে হতাশ হলেও এশিয়া কাপের ফাইনালে যাওয়ার ব‍্যপারে আশাবাদী তিনি।

এদিন ম‍্যাচ শেষে রোহিত বলেন,” এই ম্যাচে প্রচুর চাপ থাকে। প্রতি মুহূর্তে খেলার মধ্যে থাকা দরকার। এই ধরনের ম্যাচ ক্রিকেটারদের নিংড়ে নেয়। আমরা শান্ত থাকার চেষ্টা করেছিলাম। মহম্মদ রিজওয়ান এবং মহম্মদ নাওয়াজের জুটির সময়ও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছি আমরা। কিন্তু পারিনি। ওরা সত্যিই খুব ভাল ব্যাট করেছে। বড় জুটি তৈরি করেছে। তবে আমরা আশাবাদী শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে যাব।”

এরপাশাপাশি রোহিত বলেন,” মনে হয় আমরা ভাল রানই করেছিলাম। যে কোনও উইকেটে, যে কোনও পরিবেশে ১৮০ যথেষ্ট ভাল রান। কিন্তু ওদের ইনিংসের মাঝামাঝি সময় আমরা উইকেট তুলতে পারিনি। ওই সময়টা কঠিন ছিল। এই ম্যাচ থেকে অবশ্য আমরা কিছু শিখলাম।”

এদিকে জয়ের জন্য পাকিস্তানকে কৃতিত্ব দিয়েছেন রোহিত। তিনি বলেন,”ওরা নিশ্চিত ভাবে আমাদের থেকে ভাল খেলেছে। বিরাট কোহলি ভাল ছন্দে রয়েছে। কোনও সন্দেহ নেই। সব ব্যাটারই রান করার চেষ্টা করেছে। বিশেষ করে কোহলি। পর পর দু’টো উইকেট চলে যাওয়ার পর রানের গতি বজায় রাখা গুরুত্বপূর্ণ ছিল।”

আরও পড়ুন:ধোনি ছাড়া কেউ পাশে থাকেননি, খারাপ সময়ে ও আমাকে ফোন করেছিল’, বললেন কোহলি

 

 

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version