Monday, May 5, 2025

পয়গম্বরকে অপমানের শাস্তি: পাকিস্তানের মসজিদে তরুণীদের শিরচ্ছেদের প্রশিক্ষণ

Date:

পয়গম্বরকে অপমান করলে তার শাস্তি হবে শিরচ্ছেদ। কীভাবে মুণ্ডচ্ছেদ করতে হবে, পাকিস্তানের(Pakistan) লাল মসজিদে(Mosque) তরুণীদের দেওয়া হচ্ছে তারই প্রশিক্ষণ। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বোরখা পরিহিত মহিলারা হাতে তলোয়ার নিয়ে সেই প্রশিক্ষণ নিচ্ছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, কেউ যদি পয়গম্বরকে অপমান করে তবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। পাকিস্তানে তরুণীদের মগজ ধোলাই করে তাদের মুণ্ডচ্ছেদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মসজিদে। ভিডিয়োতে দেখা গিয়েছে, মসজিদের মধ্যে বোরখা পরিহিত এক শিক্ষক গোলাপি রঙের বোরখা পরা তরুণীদের তলোয়ারের প্রশিক্ষণ দিচ্ছেন। কী ভাবে শিরশ্ছেদ করতে হয়, সে ব্যাপারে তরুণীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ পর্বে তলোয়ার হাতে তরুণীদের স্লোগান দিতেও দেখা গিয়েছে। লাল মসজিদের এই ভিডিও প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। পাক তরুণীদের এহেন প্রশিক্ষণ দেখে রীতিমতো আঁতকে উঠেছে বিভিন্ন মহল। এই ধরনে হিংসাত্মক ভয়াবহ বিষয় অবিলম্বে বন্ধ করার দাবিতে সরব হয়েছে সেখানকার বুদ্ধিজীবী মহল।

উল্লেখ্য, পয়গম্বরকে নিয়ে এক মন্তব্যে করে ভারতে বিতর্কের ঝড় তোলেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। তাঁর বিতর্কিত মন্তব্যে তোলপাড় হয় আন্তর্জাতিক মহলও। নূপুরের মন্তব্যের নিন্দায় সরব হয় ইরান, কাতার, ইরান-সহ একাধিক দেশ। ভারতেও বিভিন্ন রাজ্যে বিক্ষোভ প্রদর্শিত হয়। এমনকি, এই মন্তব্যের জন্য হুমকিও পান বলে অভিযোগ করেন নূপুর। এই প্রেক্ষাপটে পাকিস্তানে তরুণীদের এ ধরনের প্রশিক্ষণ উদ্বেগজনক বলেই মনে করছেন অ্যানালিস্ট আমিনা বেগম আনসারি। আমিনার আশঙ্কা, এ সব দেখে পরের প্রজন্ম জঘন্য অপরাধ ঘটাতে পারে। তাই অবিলম্বে এই ধরনের প্রশিক্ষণ বন্ধ করা হোক।

Related articles

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ডবল ইঞ্জিনের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলির...

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...
Exit mobile version