Monday, January 12, 2026

প্রতিশ্রুতি পালন করছে না পূর্ব রেল’, আজ ফের খন্যান স্টেশনে অবরোধ

Date:

Share post:

ফের হুগলির খন্যান স্টেশনে রেল অবরোধ। গতকালের পর আজ মঙ্গলবারও রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে নিত্যযাত্রীরা। সকাল ৭টা ১০ মিনিট থেকে অবরোধ শুরু হয়েছে। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিশ্রুতিমতো স্পেশাল ট্রেন চালাচ্ছে না পূর্ব রেল। তাই এই অবরোধ। তবে এই অবরোধের জেরে নাকাল অফিসযাত্রীরা।

আরও পড়ুন: অফিস টাইমে হাওড়া-তারকেশ্বর শাখার নসিবপুর স্টেশনে ট্রেন অবরোধ, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

সপ্তাহের শুরুর দিনও স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে খন্যান, পাণ্ডুয়া ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ করা হয়। রেলের প্রতিশ্রুতি পেয়ে ঘণ্টা তিনেক পর অবরোধ ওঠে। তারপরও সমস্যার সমাধান হয়নি। তাই আজ সকালেও খন্যান স্টেশনের ছবিটা একই রয়েছে। যদিও এ বিষয়ে কোনও কথা বলেনি রেল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ইন্টারলকিং সিস্টেমের কাজ চলাকালীন চলতি মাসের বেশ কয়েকদিন হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। আগেই বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়েছিল পূর্ব রেল। বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেনও। রবিবার থেকে কাজ শুরু হয়েছে। মাসের শেষ পর্যন্ত তা চলবে। এই সময়ের মধ্যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। চলছে কিছু স্পেশাল ট্রেন। তবে ট্রেন কমে যাওয়ায় ভিড়ের চাপে মাঝপথে উঠতে পারছেন না যাত্রীরা। তাই স্পেশাল ট্রেন বাড়ানোর দাবিতে গতকালও অফিস টাইমে হুগলির পাণ্ডুয়া, খন্যান ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ হয়। খন্যান স্টেশনে ট্রেনে পাথরবৃষ্টি হয়। কয়েকজন আহত হয় বলে খবর। যাত্রীদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। গতকাল সকাল পৌনে ৮টা থেকে অবরোধ শুরু হয়। আটকে পড়ে বেশ কিছু স্পেশাল ট্রেন। পূর্ব রেলের আশ্বাস, আগামীকাল থেকে বাড়বে স্পেশাল ট্রেনের সংখ্যা। আজ বেশ কিছু মেল বা এক্সপ্রেস ট্রেনকে ব্যান্ডেল পর্যন্ত সব স্টেশনে দাঁড় করানো হবে। তবে ফের আজও ফের রেল অবরোধের জেরে নাকাল নিত্যযাত্রীরা।

spot_img

Related articles

নিপা ভাইরাস আতঙ্ক, মোকাবিলায় প্রস্তুত নবান্ন

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দু’জন নার্সের শরীরে নিপা ভাইরাসের (Nipah Virus) উপস্থিতি...

সেনাবাহিনীর ধাঁচে তিন বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল: লড়াইয়ের রূপরেখা জানালেন সেনাপতি অভিষেক

দামামা প্রায় বেজে গিয়েছে। ভোট যুদ্ধের প্রতিশ্রুতি শাসক-বিরোধী সব শিবিরে। এই পরিস্থিতিতে লড়াইয়ে রূপরেখা জানালেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক...

বাংলাদেশে জেলবন্দি মৃত্যু বিখ্যাত সঙ্গীত শিল্পীর

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জেলবন্দি অবস্থাতে মৃত্যু! প্রলয় চাকী (Pralay Chaki) বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি আওয়ামী লিগের...

গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী! তৎপরতায় এয়ারলিফ্ট প্রশাসনের 

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে সাগরে। সেই ভিড়ের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসে...