Thursday, November 13, 2025

প্রতিশ্রুতি পালন করছে না পূর্ব রেল’, আজ ফের খন্যান স্টেশনে অবরোধ

Date:

ফের হুগলির খন্যান স্টেশনে রেল অবরোধ। গতকালের পর আজ মঙ্গলবারও রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে নিত্যযাত্রীরা। সকাল ৭টা ১০ মিনিট থেকে অবরোধ শুরু হয়েছে। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিশ্রুতিমতো স্পেশাল ট্রেন চালাচ্ছে না পূর্ব রেল। তাই এই অবরোধ। তবে এই অবরোধের জেরে নাকাল অফিসযাত্রীরা।

আরও পড়ুন: অফিস টাইমে হাওড়া-তারকেশ্বর শাখার নসিবপুর স্টেশনে ট্রেন অবরোধ, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

সপ্তাহের শুরুর দিনও স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে খন্যান, পাণ্ডুয়া ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ করা হয়। রেলের প্রতিশ্রুতি পেয়ে ঘণ্টা তিনেক পর অবরোধ ওঠে। তারপরও সমস্যার সমাধান হয়নি। তাই আজ সকালেও খন্যান স্টেশনের ছবিটা একই রয়েছে। যদিও এ বিষয়ে কোনও কথা বলেনি রেল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ইন্টারলকিং সিস্টেমের কাজ চলাকালীন চলতি মাসের বেশ কয়েকদিন হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। আগেই বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়েছিল পূর্ব রেল। বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেনও। রবিবার থেকে কাজ শুরু হয়েছে। মাসের শেষ পর্যন্ত তা চলবে। এই সময়ের মধ্যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। চলছে কিছু স্পেশাল ট্রেন। তবে ট্রেন কমে যাওয়ায় ভিড়ের চাপে মাঝপথে উঠতে পারছেন না যাত্রীরা। তাই স্পেশাল ট্রেন বাড়ানোর দাবিতে গতকালও অফিস টাইমে হুগলির পাণ্ডুয়া, খন্যান ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ হয়। খন্যান স্টেশনে ট্রেনে পাথরবৃষ্টি হয়। কয়েকজন আহত হয় বলে খবর। যাত্রীদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। গতকাল সকাল পৌনে ৮টা থেকে অবরোধ শুরু হয়। আটকে পড়ে বেশ কিছু স্পেশাল ট্রেন। পূর্ব রেলের আশ্বাস, আগামীকাল থেকে বাড়বে স্পেশাল ট্রেনের সংখ্যা। আজ বেশ কিছু মেল বা এক্সপ্রেস ট্রেনকে ব্যান্ডেল পর্যন্ত সব স্টেশনে দাঁড় করানো হবে। তবে ফের আজও ফের রেল অবরোধের জেরে নাকাল নিত্যযাত্রীরা।

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version