Friday, January 16, 2026

জামিন অধরা, ফের ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত

Date:

Share post:

জামিনের জন্য বুধবারও অসুস্থতার যুক্তি দিয়েছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। কিন্তু
ধোপে টিকল না সেই অসুস্থতার যুক্তি। ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে বুধবার আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়েছিল। কিন্তু সওয়াল জবাব শেষে ফের বিচারক আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত ফের জেলেই ফেরত পাঠালেন অনুব্রতকে। এদিন শুনানিতে সিবিআইয়ের আইনজীবী কালীচরণ মিশ্র দাবি করেন, এখন যদি অনুব্রত মণ্ডলের জামিন হয়ে যায় তাহলে তদন্ত একদমই থেমে যাবে। নিজের প্রভাব খাটিয়ে ফের তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন অনুব্রত। যদিও অনুব্রতর আইনজীবী অনুপম আঢ্য এবং আইনজীবী মলয় মুখোপাধ্যায় আসানসোল আদালতে উপস্থিত ছিলেন।
তাঁরা তৃণমূল নেতার জামিনের জন্য সওয়াল করেন। কিন্তু দু’‌পক্ষের বক্তব্য শুনে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনুব্রতকে ফের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। সিবিআই এদিন ফের একবার অনুব্রতকে প্রভাবশালী বলে উল্লেখ করে । আদালতে সিবিআই জানায়, গরুর হাট থেকে গরু পাচার হয়ে যেত বাংলাদেশ সীমান্তে। তার পুরো তথ্য দেওয়া হয়েছে সিডিতে। এমনকী শুল্ক দফতর কোনও পদক্ষেপ করলে স্থানীয়রাই বিভিন্নভাবে বাধা দিতেন। আর এই পুরো কাজটাই হতো অনুব্রতের নির্দেশে।

আরও পড়ুন- দুই কিশোরের মৃত্যু ভুলে নিজের জন্মদিন পালন কাউন্সিলরের!
এই সময় অনুব্রতর আইনজীবী ফারুক রেজ্জাক পাল্টা বলেন, ‘‌সায়গল যে টাকা তুলতেন, তাতে আমার মক্কেলের কী দোষ? তিনি কি বলতেন টাকা তুলতে? তার কি কোনও প্রমাণ আছে সিবিআইয়ের কাছে? আমার মক্কেল অসুস্থ। তাই তাঁকে জামিন দেওয়া হোক।’‌ আর সিবিআইয়ের আইনজীবী কালীচরণ মিশ্র বলেন, ‘সিডিতে প্রমাণ দেওয়া আছে।’‌

সিবিআইয়ের আইনজীবীদের পক্ষ থেকে আবেদন করা হয়, গরু পাচার কাণ্ডে অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হোক। কারণ, হিসেবে আদালতের কাছে তুলে ধরা হয় অনুব্রত অত্যন্ত একজন প্রভাবশালী। তাঁর পক্ষে রাজ্যের প্রশাসনিক প্রধান সওয়াল করেছে। এছাড়াও নিজের বাড়িতে চিকিৎসককে জোর করে সাদা কাগজে বেড রেস্ট লিখতে বাধ্য করেন। অনুব্রত ছাড়া পেলে গোটা তদন্ত প্রক্রিয়ায় প্রভাবিত করবেন।

spot_img

Related articles

মহাকাল মন্দিরের শিলান্যাস থেকে সার্কিট বেঞ্চের উদ্বোধন, আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে দমদম বিমানবন্দর...

মেডিক্যাল এমার্জেন্সিতে মহাশূন্য থেকে পৃথিবীতে ফিরলেন নাসার ৪ নভশ্চর 

মার্কিন মহাকাশ গবেষণার সংস্থার (National Aeronautics and Space Administration) ইতিহাসে গত ২৫ বছরে যেটা ঘটেনি বৃহস্পতিবার সেটাই হল।...

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মে পদোন্নতি। দেহে আঘাত হওয়ার যোগ। পুরনো বন্ধুসঙ্গে ব্যবসায়িক উন্নতি। বৃষ: পেশাদার চিকিৎসক, উকিল, সাহিত্যিক প্রমুখের শুভ সময়।...

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...