Tuesday, November 4, 2025

জলের তলায় কর্ণাটক! জরুরি বৈঠকে বসে মুখ্যমন্ত্রীর পাশেই ঘুমোচ্ছেন মন্ত্রী !

Date:

লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন বেঙ্গালুরু। কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার চলছে নৌকা। রাস্তাঘাট জলে ঢুবে থাকায় বিপর্যস্ত জনজীবন। তথ্য প্রযুক্তি হাব বেঙ্গালুরুও জলের তলায় চলে যাওয়ায় প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে সংস্থাগুলিকে। কীভাবে এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করা যায়, তা নিয়ে মঙ্গলবারই জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কিন্তু ওই বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে বিজেপি সরকার। জরুরি এই বৈঠকে প্রধানমন্ত্রীর পাশের চেয়ারে ভাতঘুম দিচ্ছেন মন্ত্রী আর অশোকা! যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এমনকি ভাইরাল এই ছবিকে নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস।

আরও পড়ুন:জলমগ্ন বেঙ্গালুরুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু

অতিবৃষ্টির জেরে রাজ্যের বেহাল দশা। ইতিমধ্যেই জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক তরুণীর। এমতাবস্থায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। সেই বৈঠকেই ঘুমোতে দেখা যাচ্ছে রাজ্যের রাজস্ব মন্ত্রীকে। আর এই ছবি ভাইরাল হতেই কর্ণাটকের রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। কংগ্রেসের তরফে দুটি ছবি টুইট করে শাসক দল বিজেপিকে আক্রমণ করে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “কত ধরনের ডুবে যাওয়া হতে পারে। রাজ্যের মানুষ বৃষ্টির জলে ডুবছে, আর মন্ত্রী ঘুমে ডুবে রয়েছেন। রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকেই ঘুমিয়ে রয়েছেন মন্ত্রী আর অশোক।”

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version