Monday, December 15, 2025

মঙ্গলবারের পর বুধবারও সিবিআইয়ের ডাকে সাড়া দিলেন না বীজপুরের বিধায়ক

Date:

মঙ্গলবারের পর বুধবার ফের হাজিরা এড়ালেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী(Subodh Adhikari)। এদিন সকাল ১০ টায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল সিবিআইয়ের(CBI) তরফে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দেননি তিনি। এই পরিস্থিতিতে ওই বিধায়কের বিরুদ্ধে সিবিআই কী পদক্ষেপ নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

রাজ্যে চিটফান্ড মামলার তদন্তে গত কয়েকদিন ধরেই তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সম্প্রতি এই মামলায় হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি গ্রেফতারির পরই সিবিআইয়ের নজরে পড়ে তাঁর ঘনিষ্ঠরা। ৪ সেপ্টেম্বর বীজপুরের বিধায়ক এবং কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যানের পৈতৃক বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বিটি রোড, পাইকপাড়া এবং দক্ষিণদাড়ির বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। পাইকপাড়ায় ছিলেন সুবোধের স্ত্রী রিঙ্কু। তাঁর সঙ্গে কথা বলেন এবং এলআইসি সংক্রান্ত নথি এবং পাসপোর্ট খতিয়ে দেখেন তাঁরা।

সেই তল্লাশি অভিযানের পর মঙ্গলবার বেশকিছু নথি সহ সিবিআই সুবোধকে তলব করে কলকাতায় সিজিও কমপ্লেক্সে। যদিও মঙ্গলবার উপস্থিত হননি তিনি। বরং নিজের আইনজীবীকে পাঠিয়ে ১৫ দিন সময় চান তিনি। তবে সিবিআই তার আবেদনে সাড়া না দিয়ে বুধবার ফের ডেকে পাঠায়। কিন্তু বুধবারও সিবিআইয়ের ডাকে উপস্থিত হলেন না ওই বিধায়ক। উল্লেখ্য, বর্ধমান সন্মার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে ওই চিটফান্ডের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের হয় ২০১৪ সালে। কুলটি থানায় অভিযোগ জমা পড়েছিল। কোটি কোটি টাকা তছরূপের ঘটনায় ২০১৮ সালে সিবিআই তদন্ত শুরু করে। চার্জশিটও জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বছর ১২ ডিসেম্বর তৃণমূল নেতা তথা বর্ধমান পুরসভার পুরপ্রশাসক প্রণব চট্টোপাধ্যায় গ্রেফতার হন এই মামলায়। যদিও বর্তমানে তিনি জামিনে মুক্ত। সেই মামলার তদন্তেই ডাকা হয়েছিল ওই বিধায়ককে।

Related articles

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...

রেকর্ড ভিড়ের আশঙ্কায় গঙ্গাসাগরে রিস্ট ব্যান্ড! ভিআইপি সংস্কৃতিতে না মুখ্যমন্ত্রীর

এবার কুম্ভ মেলা না হওয়ায় গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন।...
Exit mobile version