Wednesday, August 27, 2025

প্রাথমিকে নিয়োগে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জের আশঙ্কায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল মামলাকারীর

Date:

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় (Primary Teacher Recruitment Case) ডিভিশন বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার বা অন্য কোনও পক্ষ ৷ সেই আশঙ্কায় এ বার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল (Caveat Filed in the Supreme Court) করলেন মামলাকারী চাকরিপ্রার্থী সৌমেন নন্দী ৷ যাতে সুপ্রিম কোর্ট এক তরফা শুনে কোনও নির্দেশ না দেয়, সেই কারণেই এই মামলা দায়ের করা হয়েছে ৷উল্লেখ্য, গত 2 সেপ্টেম্বর বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখেন ৷ পাশাপাশি, আরও কিছু নির্দেশ জারি করে সিঙ্গল বেঞ্চের রায়কে কঠোরভাবে পালনের কথা বলে ৷ নির্দেশে জানান হয়, সিবিআই তদন্ত চলবে আদালতের তত্ত্বাবধানে ৷ সিবিআই এর থেকে সময় সময় রিপোর্টও চাইতে নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ ৷ পাশাপাশি 269 জনের চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের অপসারণ সংক্রান্ত নির্দেশও বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ ৷

সেই নির্দেশের বিরুদ্ধেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করতে পারে ৷ সেই আশঙ্কা থেকেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন চাকরিপ্রার্থী মামলাকারী সৌমেন নন্দী ৷ যাতে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেলেও, এক তরফাভাবে কোনও রায় বা নির্দেশ শীর্ষ আদালত না দেয় ৷ এ নিয়ে আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি কোনও আপিল করতে পারে ৷ সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাতে আমাদেরও বক্তব্য শোনা হয় এবং এক তরফা নির্দেশ না দেওয়া হয়, সেই কারণেই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে ৷’’

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version