Sunday, August 24, 2025

ভিয়েতনামের (Vietnam) কারাওকে বারে (Karaoke Bar) বিধ্বংসী আগুন (Massive Fire)। দুর্ঘটনায় ইতিমধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। আহত (Injured) হয়েছেন কমপক্ষে ৪০ জন। সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার রাতে দক্ষিণ ভিয়েতনামের বানিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটির (Ho Chi Min City) উত্তরে অবস্থিত পানশালাটিতে আচমকাই আগুন লেগে যায়। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর (Critical) বলে স্থানীয় হাসপাতাল সূত্রে খবর। পাশাপাশি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। বুধবার সকাল পর্যন্ত দেশটির আন ফু হাসপাতালের জরুরি বিভাগে (Emergency) কমপক্ষে ৪০ জনের চিকিৎসা চলছে।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন (Pham Minh Chinz) বুধবার জন নিরাপত্তা মন্ত্রক (Ministry of Public Security) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (Provincial Authorities) আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তদন্তে (Primary Investigation) খবর, মঙ্গলবার রাত ৯টা নাগাদ থুন আন সিটির (Thun An City) একটি তিনতলা ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। আগুন থেকে বাঁচতে পানশালারই অতিথি ও কর্মচারীরা দৌড়তে শুরু করেন। অনেকেই আবার পানশালার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে নিচে ঝাঁপ দেন। তবে অগ্নিকাণ্ডের জেরে দমবন্ধ (Suffocation) হয়ে অনেকেই ঘটনাস্থলে অজ্ঞান (Senseless) হয়ে যান।

পরে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করেন। তবে তার আগেই আগুনে ঝলসে যায় অনেকের দেহ। মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে এক প্রত্যক্ষদর্শীর মতে, মঙ্গলবার রাতে যখন আগুন লাগে, তিনি অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রাণে বাঁচতে দৌড়ে বারের বাইরে বেরিয়ে আসেন। তবে ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছিল তা মনে করতে পারেন নি তিনি।

 

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...
Exit mobile version