Saturday, August 23, 2025

কেন্দ্রের অনুমোদনেই বিলকিসের ধর্ষকদের মুক্তি ডাবল ইঞ্জিন গুজরাতে, আইনজীবীর চাঞ্চল্যকর দাবি

Date:

বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে গোটা দেশে। যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের ৭৫তম দিবসে নারী সুরক্ষা-নারী সম্মানের কথা বলছেন, যেখানে অপরাধ-দুর্নীতি নিয়ে “জিরো টলারেন্স নীতি” মুখে বলছেন, সেখানে কীভাবে তাঁর রাজ্যের অপরাধীরা মুক্তি পেয়ে গেল, তা নিয়ে উত্তপ্ত জাতীয় রাজনীতি। দেশজুড়ে সরব বিরোধীরা।

এমন পৈশাচিক অপরাধীদের কোন আইনে মুক্তি? এই মুক্তি কি আদৌ আইন মেনে হয়েছে? এমন সব প্রশ্ন গুজরাত সরকারের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। তারই মাঝে এক ধর্ষকদের আইনজীবীর চাঞ্চল্যকর দাবিকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিলকিস ধর্ষণে যুক্ত ও বর্তমানে মুক্ত এক অপরাধীর আইনজীবী ঋষি মালহোত্রা দাবি করেন, ওই বন্দিদের মুক্তি দেওয়ার আগে কেন্দ্রের কাছ থেকে অনুমতি নিয়েছিল গুজরাত সরকার। এমন মন্তব্য তোলপাড় গোটা দেশ।

তুমুল বিতর্ক তৈরি হলেও এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তারই মাঝে ওই আইনজীবী জানান, এই ধরনের কোনও পদক্ষেপের আগে সংশ্লিষ্ট রাজ্যের তরফে কেন্দ্রের কাছে অনুমতি চাওয়া হয়। অনুমতি পেয়ে গেলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এক্ষেত্রেও সেটাই হয়েছে। ফলে শুধু গুজরাত সরকার নয়, বিলকিসের ধর্ষকদের মুক্তির পিছনে কেন্দ্রের মোদি সরকারের অবদান যে রয়েছে সেটা পরিষ্কার ও আইনজীবীর মন্তব্য থেকে।

উল্লেখ্য, ২০০২ সালে গোটা গুজরাত জুড়ে সাম্প্রদায়িক হিংসার সময় ২১ বছর বয়সি তরুণী বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়। তখন গর্ভবতী ছিলেন বিলকিস। তাঁর তিন সন্তানকেও হত্যা করা হয়। এরপর এই ঘটনায় যুক্ত অভিযুক্ত ১১জনের ২০০৮ সালে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত। কিন্তু হঠাৎ তাদের মুক্তি দিয়ে দেয় ডাবল ইঞ্জিন গুজরাত সরকার। আর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত জাতীয় রাজনীতি।

আরও পড়ুন:আজ ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তির উদ্বোধন করবেন মোদি, “কর্তব্য পথ”র আনুষ্ঠানিক ঘোষণাও

 

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version