বাগুইআটিকাণ্ড: তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, বারবার সিম বদলাচ্ছে অভিযুক্ত

বাগুইআটিকাণ্ডে সিআইডি তদন্ত শুরু করতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পরিবারের দাবি, ২৪ অগাস্ট অতনুর এক বন্ধুর কাছে প্রথম মুক্তিপণের জন্য হুমকি মেসেজ আসে। এরপর সেপ্টেম্বরের ৩ তারিখ অতনুর বাবার কাছে আরও একটি মেসেজ আসে। যেখানে বলা হয়, ছেলের মৃতদেহ ডানকুনি থেকে নিয়ে যেতে। এদিকে ঘটনার তদন্তে নেমে সিআইডি জানতে পারে, জোড়া খুনে অভিযুক্ত সত্যেন্দ্র একেবারে পেশাদার ক্রিমিনালের মতোই বারবার ফোনের সিম পাল্টাচ্ছে। আর সেকারণেই তদন্তকারীদের পক্ষে লোকেশন ট্রাক করা মুশকিল হয়ে পড়ছে।

আরও পড়ুন:সত্যেন্দ্র কোথায়? বাগুইআটি জোড়া অপহরণ-খু*নে ভিনরাজ্যে নজর তদন্তকারীদের!

প্রসঙ্গত, বাগুইআটিকাণ্ডে মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ঘটনার তদন্তভার দেন সিআইডি-কে। তাঁর নির্দেশের পরই জোড়া খুন কাণ্ডের তদন্ত শুরু করেছে সিআইডি-র হোমিসাইড শাখা। সঙ্গে রয়েছেন স্পেশাল অপারেশন গ্রুপের অফিসাররা। তদন্তের নেতৃত্ব দেবেন আইজি পদমর্যাদার অফিসার। যে গাড়িতে দুই কিশোর অতনু ও অভিষেককে খুন করা হয় বলে অভিযোগ, সেই গাড়ির আজ ফরেন্সিক পরীক্ষা হবে। অন্যদিকে,বাগুইআটিকাণ্ডে আইসি কল্লোল ঘোষ ও তদন্তকারী অফিসার এসআই প্রীতম সিংকে সাসপেন্ড করার পর গতকাল বাগুইআটি থানার নতুন আইসি-র দায়িত্বগ্রহণ করেন শান্তনু সরকার। বুধবার রাতেই দায়িত্ব নেন তিনি।

Previous articleমোদির বাড়ির নাম হোক “কিংকর্তব্যবিমূঢ় মঠ”! কেন এমন বললেন মহুয়া?
Next articleমাঠের মধ‍্যেই দুই ক্রিকেটারের ধাক্কাধাক্কি, ব্যাট উঁচিয়ে মারার ইঙ্গিত, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়