Tuesday, August 26, 2025

করিমপুরের বিষয়ে তাহেরের সঙ্গে যোগাযোগ রাখুন, নেত্রীর ধমকের পর লম্বা পোস্ট মহুয়ার

Date:

নেতাজি ইন্ডোরে বৃহস্পতিবার তৃণমূলের (TMC) মেগা সাংগঠনিক কর্মসূচিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) “ধমক” দেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে (Mohua Moitra)। মঞ্চে বক্তৃতা করার সময় নেত্রীর নজর পড়ে মহুয়ার দিকে। তখনই তিনি বলেন, “করিমপুর আর মহুয়ার জায়গা নয়। ওটা আবু তাহেরের জায়গা। উনি দেখে নেবেন। তুমি তোমার লোকসভা নিয়ে থাকো।”

আর নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের “ধমক” খাওয়ার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে দলনেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালনের কথা জানালেন মহুয়া মৈত্র। নেত্রীর কথামতো করিমপুরের বিষয়ে ব্যাপারে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েও মহুয়া ওই পোস্টে লিখেছেন, এখন থেকে তিনি কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতেই বেশি সময় দেবেন। তাই করিমপুরের উন্নয়নমূলক প্রকল্প সংক্রান্ত কোনও বিষয়ে প্রয়োজনে মানুষ যেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের সঙ্গে যোগাযোগ করেন। একেবারে শেষে মহুয়া লিখেছেন, তিনি করিমপুরের ভোটার এবং বাসিন্দা হিসেবে করিমপুরেই থাকবেন।

প্রসঙ্গত, নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরের গণ্ডি ছাড়িয়ে মহুয়া করিমপুরের বিষয়েও হস্তক্ষেপ করে থাকেন বলে আগেও বহুবার এমন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল। করিমপুর ভৌগোলিক ভাবে নদিয়া জেলার মধ্যে হলেও লোকসভার নিরিখে তা মুর্শিদাবাদ কেন্দ্রের অন্তর্ভুক্ত। একটা সময়ে এই করিমপুরেরই বিধায়ক ছিলেন মহুয়া। পরবর্তীতে তিনি করিমপুর বিধানসভা ছেড়ে কৃষ্ণনগর কেন্দ্র থেকে জিতে লোকসভায় যান।

২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বিধায়ক থাকাকালীন তিনি করিমপুরের জন্য কী কী করেছেন বা কৃষ্ণনগরের সাংসদ হওয়ার পরেও কীভাবে এবং কতভাবে করিমপুরের কল্যাণে কাজ করেছেন মহুয়া তাঁর পোস্টে তারও ফিরিস্তি দিয়েছেন। তবে এখন থেকে দলনেত্রীর নির্দেশই পালন করবেন তিনি।

 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version