Thursday, August 28, 2025

মুখ্যমন্ত্রী পদ খোয়ানো বিপ্লবকে এবার রাজ্যসভার প্রার্থী করল বিজেপি

Date:

ত্রিপুরায়(Tripira) বিজেপির(BJP) দলীয় কোন্দলের জেরে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়েছে বিপ্লব দেবকে(Biplab Dev)। তাঁর জায়গায় দায়িত্বে এসেছেন মানিক সাহা। এহেন ডিমোশনে ক্ষুব্ধ বিপ্লবকে সান্তনা পুরস্কার হিসেবে তাঁকে রাজ্যসভায় প্রার্থী করার সিদ্ধান্ত নিল শীর্ষ বিজেপি নেতৃত্ব। শুক্রবার দলের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ত্রিপুরা থেকে রাজ্যসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী(Ex Chief Minister) বিপ্লব দেব। মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ায় খালি হয়েছে ত্রিপুরার রাজ্যসভা আসন। সেখানেই প্রার্থী হচ্ছেন বিপ্লব। ‌ রাজ্যসভার প্রার্থী হওয়ার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তাঁর কাঁধে তুলে দেওয়া হয়েছে হরিয়ানার দায়িত্ব।

কেন্দ্রীয় নেতৃত্বের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একটি টুইটও করেছেন বিপ্লব দেব। টুইটারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “ত্রিপুরা থেকে রাজ্যসভার প্রার্থী করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ রাজ্য তথা দেশবাসীর সার্বিক কল্যাণের স্বার্থে আমি আমার দায়িত্ব পালন করব।” রাজ্যসভার প্রার্থী হওয়ার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি ১৫ টি রাজ্যের জন্য পর্যবেক্ষক নিয়োগ করেছে। যেখানে হরিয়ানার দায়িত্ব দেওয়া হয়েছে বিপ্লব দেবকে। পশ্চিমবঙ্গের দায়িত্বে বিহারের প্রাক্তন মন্ত্রী মঙ্গল পান্ডে, সুনীল বনসলকে দেওয়া হয়েছে তেলেঙ্গানার দায়িত্ব। এর পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যগুলির দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতা সম্বিত পাত্রকে। ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছে মহেশ শর্মাকে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version