এবার বিরাট কোহলির (Virat Kohli) শতরান প্রসঙ্গে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দীর্ঘদিন দিন বাদে তিন সংখ্যায় রান পেয়েছেন তিনি। আর এতেই খুশি মহারাজ। বললেন, তাঁর থেকেও কোহলি অনেক বেশি দক্ষ ক্রিকেটার।

এদিন এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয় দু’জনের তুলনা নিয়ে। সেই প্রসঙ্গে মহারাজ বলেন,” ক্রিকেটার হিসাবে কে কতটা দক্ষ সেই তুলনাই হতে পারে। মনে করি, ও আমার থেকে বেশি দক্ষ। আমরা দু’জনে আলাদা প্রজন্মে খেলেছি। দু’জনেরই অনেক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। আমি একটা প্রজন্মে খেলে এসেছি। ও এখনও খেলে চলেছে। হয়তো আমার থেকেও বেশি ম্যাচ খেলে ফেলবে। এখন ম্যাচের সংখ্যার বিচারে ওর থেকে আমি বেশি খেলেছি। তবে আমার বিশ্বাস, কোহলি সেটা টপকে যাবে দ্রুত। ও অসাধারণ ক্রিকেটার।’

আরও পড়ুন:জাতীয় গেমসে অংশ নেবেন না নীরজ চোপড়া, পিভি সিন্ধুরা
