মধ্যরাতে ইডির তলব নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে। ইডির নোটিশ পেয়ে বৃষ্টি মাথায় নিয়েই মাঝরাতে সিজিও কমপ্লেক্সে হাজির মেনকা। সঙ্গে আইনজীবী। যদিও ইডি দফতরে গিয়ে অনেক ডাকাডাকি করে কারও দেখা পাননি তিনি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ফিরে যান মেনকা। সবমিলিয়ে এক নাটকীয় পরিস্থিতির সাক্ষী ছিল রবিবার মধ্যরাতের সিজিও কমপ্লেক্স।

এমন ঘটনার পর ইডির তরফ থেকে অবশ্য স্বীকার করে নেওয়া হয়েছে মেনকা গম্ভীরকে দেওয়া নোটিশে বিভ্রান্তি ছিল। ভুলটা তাদের তরফেই। নোটিশে টাইপের গন্ডগোল ছিল। “12.30 AM” ভুল টাইপ হয়েছিল। ভুল সংশোধন করে এখন নতুন নোটিশ ইস্যু করা হয়েছে। যেখানে উল্লেখ আজ, সোমবার বেলা সাড়ে ১২টার মধ্যে মেনকাকে হাজিরা দিতে হবে। সেইমতো তিনি সোমবার দুপুরে ইডি দফতরে যান।

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকাকে গত, শনিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে বাধা দেয় ইডি। অভিযোগ, বিদেশ যাওয়ার সময় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা বাধা দেন তাঁকে। একটি মানি লন্ডারিং মামলায় তদন্তে যোগ দেওয়ার জন্য সমন হস্তান্তর করা হয় তাঁকে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলারও জারি করে। যার ভিত্তিতেই অভিবাসন দফতর তাঁর ছাড়পত্র প্রত্যাখ্যান করে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে বাধা দেয়।

ইডির এমন আচরণের জন্য এবার পাল্টা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন মেনকা গম্ভীর। শনিবার ব্যাংকক যাওয়ার পথে আটকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের এমন নির্দেশ না থাকা সত্বেও তদন্তকারী সংস্থার এমন পদক্ষেপ আদালত অবমাননার সামিল বলেই দাবি তাঁর আইনজীবীর। সোমবার হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি দায়ের করেন মেনকা গম্ভীর। পরবর্তী শুনানি বৃহস্পতিবার।
