Friday, August 22, 2025

সারাদেশ দেখল বিজেপির গুন্ডাগিরি! নবান্ন অভিযানকে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

নবান্ন অভিযানের নামে মঙ্গলবার দিনভর বিভিন্ন জায়গায় অশান্তি ছড়াল বিজেপি। পুলিশ থেকে শাসকদলের নেতা- বিজেপির নেতা-কর্মীদের মারের হাত থেকে কেউই রেহাই পেলেন না। বিভিন্ন জায়গায় অবরোধের ফলে দিনভর নাকাল হতে হল সাধারণ মানুষকে। নবান্ন অভিযানের নামে বিজেপির এই ‘গুন্ডাগিরির’ তীব্র প্রতিবাদ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করে অভিষেক লেখেন,

“আজ শুধু রাজ্য নয়, সারাদেশ দেখল বিজেপির গুন্ডারা এই শহরের কী দশা করতে পারে। এই যদি অবস্থা হয় তাহলে ভেবে দেখুন এরা ক্ষমতায় এলে কী করবে!
বিজেপিকে প্রত্যাখান করায় বাংলার মানুষকে ধন্যবাদ।
এবার  সময়ে এসেছে, সারাদেশ এদের প্রত্যাখান করুক।”

পুলিশের তৎপরতায় নবান্ন অভিযান ভেস্তে গেলেও পুলিশ কর্মী থেকে আধিকারিকদের প্রবল মারধর করার অভিযাগে উঠেছে বিজেপি বিরুদ্ধে। লাঠির আঘাতে ASP দেবজিৎ চট্টোপাধ্যায়ের হাত ভেঙেছে। আহত কমপক্ষে ৪০ পুলিস কর্মী। পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল উড়ে গিয়েছে। কোথাও পুলিশকে লাঠি হাতে তাড়া করেছেন বিজেপি কর্মীরা। তমলুকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেছেন বিজেপির নেতা-কর্মীরা। এনিয়ে টুইটারে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপিকে নিশানা করে অভিষেক লেখেন, বিজেপি নেতা-কর্মীরা আসলে কী সেটা সারা দেশের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। বাংলায় এই বিজেপির জায়গা হয়নি। এবার দেশ থেকেও তাদের প্রত্যাখ্যানের ডাক দিয়েছেন অভিষেক।


 

 

Related articles

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...
Exit mobile version