Thursday, August 28, 2025

বিসিসিআই-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাগ্য কী? জানা যাবে আগামিকাল

Date:

আরও তিন বছরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে কী থেকে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়? নাকি কুলিং অফের নিয়ম মেনেই তাঁকে বোর্ড প্রশাসন থেকে সরে যেতে হবে? বুধবার সুপ্রিম কোর্ট দুপুর দুটোয় রায় জানাতে পারে। মঙ্গলবার বোর্ড মামলা নিয়ে সর্বোচ্চ আদালতে বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং হিমা কোহলির বেঞ্চে ছিল শুনানি। বিসিসিআই-এর পক্ষ থেকে এদিন বারবার আদালতে বলা হয়েছে ৬ বছরের কুলিং অফ পিরিয়ডকে ভেঙে দেওয়ার জন্য। অর্থাৎ রাজ্য সংস্থা এবং বোর্ডের পদে থাকার মেয়াদ যেন একসঙ্গে ধরা না হয়। তার মানে কেউ যদি রাজ্য সংস্থায় তিন বছর ক্ষমতায় থাকেন, তাহলে তিনি বাকি তিন বছর বোর্ডে কাটাতে পারবেন। সেটা হলে বোর্ড সভাপতি সৌরভের রাস্তা অনেকটা পরিষ্কার। এক্ষেত্রে সচিব জয় শাহও একই সুবিধা পাবেন। সুপ্রিম কোর্ট বিসিসিআই-এর এই আবেদন মেনে রায় দেয় কি না, সেটাই দেখার।

এদিন শুনানিতে সর্বোচ্চ আদালত জানিয়েছে, ‘‘১২ বছর কুলিং অফের মেয়াদ বড়ই দীর্ঘ। আমরা বলতে পারি, যদি কেউ একটি মেয়াদ রাজ্য সংস্থায় থাকে এবং একটি মেয়াদ বোর্ডে থাকে, সেক্ষেত্রে কুলিং অফ প্রয়োজন নেই। কিন্তু একটি সংস্থায় দু’টি মেয়াদ হলেই কুলিং অফে যাওয়া বাধ্যতামূলক।’’

তবে মঙ্গলবার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে, ৭০ বছর বয়সের উপরে কোনও ব্যক্তির বোর্ডের পদে থাকা নিয়ে আপত্তি রয়েছে। বিসিসিআই চাইছিল, সত্তরোর্ধ্ব ব্যক্তির পদ ছেড়ে দেওয়ার যে নিয়ম আছে তা তুলে নেওয়া হোক। এদিন শুনানিতে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘‘রাজ্য সংস্থায় টানা তিন বছর থাকার পর কুলিং অফে যাওয়া জরুরি। কিন্তু তিন বছর বোর্ডে থাকলে তাঁর কুলিং অফে যাওয়ার প্রয়োজন নেই।”

আরও পড়ুন:‘ব্যাটে রান থাকতে থাকতেই অবসর নিয়ে নেওয়া উচিত বিরাটের’, মন্তব্য আফ্রিদির

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version